বুথ ফেরত সমীক্ষা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবার বুথ ফেরত সমীক্ষাগুলি নিছকই ভিত্তিহীন বলে ট্যুইট করেছেন তেলগু দেশম পার্টি প্রধান চন্দ্রবাবু নাইডু। বারংবার এই বুথ ফেরত সমীক্ষাগুলি সঠিক ফল অনুমান করতে ব্যর্থ হয়েছে । এই সমীক্ষাগুলির ফলগণনার সঙ্গে বাস্তবের কোনও যোগসূত্র থাকে না । অন্ধ্রপ্রদেশে টিডিপি সরকার গড়বে যেমন, একইসঙ্গে কেন্দ্রেও অ-বিজেপি সরকারই গঠন হবে, লিখেছেন চন্দ্রবাবু ।
advertisement
পাশাপাশি অন্তত ৫০% ভোটকেন্দ্রে ভিভিপ্যাট গণনার জন্য কমিশনকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন নাইডু । প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের ৫টি ভোটকেন্দ্রে ভিভিপ্যাট গণনা করা উচিৎ ও যে কোনও রকম সমস্যার ক্ষেত্রে প্রত্যেকটি কেন্দ্রেই ভিভিপ্যাট খতিয়ে দেখা উচিৎ, বার্তা চন্দ্রবাবুর।
লক্ষ্য ছিল ২৭২ কিন্তু #News18IPSOSExitPoll-এর বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে তিনশোর বেশি আসন নিয়ে সরকার গড়তে চলেছে এনডিএ জোট ৷ ৫৪২ টি আসনের মধ্যে গোটা দেশ জুড়ে ২৭৬টি আসন নিজেদের দখলে রাখল বিজেপি ৷ এনডিএ-এর অন্যান্য শরিকদের ঝুলিতে ৬০টি আসন ৷