TRENDING:

বুথ ফেরত সমীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে সরব চন্দ্রবাবু নাইডু, 'কেন্দ্রে অ-বিজেপি সরকার গঠন সুনিশ্চিত'

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শেষ হয়েছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। একাধিক বুথ ফেরত সমীক্ষা নিয়ে ফের শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ২০১৪ এর নির্বাচনের তুলনায় আরও বেশি সংখ্যক আসনে জয়লাভ করে ফের ক্ষমতায় আসতে পারে বিজেপি নেতৃত্বাধীন NDA আর এই নিয়েই উত্তপ্ত বিরোধীপক্ষ।
advertisement

বুথ ফেরত সমীক্ষা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবার বুথ ফেরত সমীক্ষাগুলি নিছকই ভিত্তিহীন বলে ট্যুইট করেছেন তেলগু দেশম পার্টি প্রধান চন্দ্রবাবু নাইডু। বারংবার এই বুথ ফেরত সমীক্ষাগুলি সঠিক ফল অনুমান করতে ব্যর্থ হয়েছে । এই সমীক্ষাগুলির ফলগণনার সঙ্গে বাস্তবের কোনও যোগসূত্র থাকে না । অন্ধ্রপ্রদেশে টিডিপি সরকার গড়বে যেমন, একইসঙ্গে কেন্দ্রেও অ-বিজেপি সরকারই গঠন হবে, লিখেছেন চন্দ্রবাবু ।

advertisement

পাশাপাশি অন্তত ৫০% ভোটকেন্দ্রে ভিভিপ্যাট গণনার জন্য কমিশনকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন নাইডু । প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের ৫টি ভোটকেন্দ্রে ভিভিপ্যাট গণনা করা উচিৎ ও যে কোনও রকম সমস্যার ক্ষেত্রে প্রত্যেকটি কেন্দ্রেই ভিভিপ্যাট খতিয়ে দেখা উচিৎ, বার্তা চন্দ্রবাবুর।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

লক্ষ্য ছিল ২৭২ কিন্তু #News18IPSOSExitPoll-এর বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে তিনশোর বেশি আসন নিয়ে সরকার গড়তে চলেছে এনডিএ জোট ৷ ৫৪২ টি আসনের মধ্যে গোটা দেশ জুড়ে ২৭৬টি আসন নিজেদের দখলে রাখল বিজেপি ৷ এনডিএ-এর অন্যান্য শরিকদের ঝুলিতে ৬০টি আসন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বুথ ফেরত সমীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে সরব চন্দ্রবাবু নাইডু, 'কেন্দ্রে অ-বিজেপি সরকার গঠন সুনিশ্চিত'