আজ ভোট শেষ হতেই এক্সিট পোলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে ৫ রাজ্যে কে ক্ষমতায় আসতে চলেছে ৷ সন্ধে ৬টার মধ্যে ভোটগ্রহণ শেষ হয়ে যাবে। ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এক্সিট পোল আসতে শুরু করবে। উত্তরাখণ্ড, পঞ্জাব এবং গোয়ায় এক দফায় ভোট হয়েছে, অন্যদিকে মণিপুরে দুটি এবং উত্তরপ্রদেশ সাতটি দফায় ভোট গ্রহণ হয়েছে। ভোট শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি ৷ উত্তরপ্রদেশে কী এবারও ক্ষমতায় ফিরবে বিজেপি ,পঞ্জাবে ফের কংগ্রেস সরকার নাকি ত্রিশঙ্কু? ? সব প্রশ্নের জবাব মিলবে ১০ মার্চ ৷ ৫ রাজ্যের ভোটের ফল ঘোষণা করা হবে বৃহস্পতিবার ৷ তার আগে অবশ্য কিছুটা আভাস মিলবে আজকের বুথ ফেরত সমীক্ষায় ৷
advertisement
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট শেষ হওয়ার আগে এক্সিট পোল দেখানো যাবে না ৷ অর্থাৎ এদিন সন্ধে ৬টার পর বুথ ফেরত সমীক্ষা দেখা যাবে ৷ চাণক্য, সিভোটার, মাই অ্যাক্সিস ইন্ডিয়ার, নিয়েলসন দ্বারা এক্সিটপোল পরিচালিত হয়। এদিন সন্ধে ৭টার পর নিউজ চ্যানেলগুলি ও ওয়েবসাইটে দেখা যাবে বুথ ফেরত সমীক্ষা ৷
Discalimer: সর্বভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থা বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে জনমতের সম্ভাব্য ফল তুলে ধরার চেষ্টা করেছে৷ এই প্রতিবেদনে সেই পরিসংখ্যানই তথ্য আকারে তুলে ধরা হয়েছে৷ ভোটের প্রকৃত ফলের সঙ্গে যা নাও মিলতে পারে৷