এক দফায় মহারাষ্ট্রের ২৮৮ আসনে ভোটগ্রহণ হয়েছে। আর ভোটগ্রহণ শেষে বুথফেরত সমীক্ষায় কিছুটা হলেও এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি। বিজেপি ছাড়াও এই জোটে রয়েছে একনাথ শিন্ডের শিবসেনা ও এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী। অন্যদিকে, মহাবিকাশ আঘাড়িতে রয়েছে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি। তবে প্রায় সব ক’টি সমীক্ষাতেই দু’পক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। অর্থাৎ, মহারাষ্ট্রে একনাথ শিন্ডের নেতৃত্বে ‘মহাযূতি’ সরকার এবং ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ‘মহাগঠবন্ধন’ সরকারের ভবিষ্যৎ জানতে অপেক্ষা করতে হবে আগামী শনিবার গণনার দিন পর্যন্ত।