TRENDING:

Exit Poll Results 2024: মহারাষ্ট্রে বাজিমাত NDA জোটের, ঝাড়খণ্ডেও বিদায় I.N.D.I.A-র, ইঙ্গিত এক্সিট পোলের সমীক্ষায়

Last Updated:

Maharashtra, Jharkhand Exit Poll 2024: মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ভোটে এগিয়ে বিজেপির জোট, পূর্বাভাস অধিকাংশ বুথফেরত সমীক্ষাতেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement

এক দফায় মহারাষ্ট্রের ২৮৮ আসনে ভোটগ্রহণ হয়েছে। আর ভোটগ্রহণ শেষে বুথফেরত সমীক্ষায় কিছুটা হলেও এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি। বিজেপি ছাড়াও এই জোটে রয়েছে একনাথ শিন্ডের শিবসেনা ও এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী। অন্যদিকে, মহাবিকাশ আঘাড়িতে রয়েছে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি। তবে প্রায় সব ক’টি সমীক্ষাতেই দু’পক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। অর্থাৎ, মহারাষ্ট্রে একনাথ শিন্ডের নেতৃত্বে ‘মহাযূতি’ সরকার এবং ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ‘মহাগঠবন্ধন’ সরকারের ভবিষ্যৎ জানতে অপেক্ষা করতে হবে আগামী শনিবার গণনার দিন পর্যন্ত।

News18
News18
advertisement
November 21, 20248:24 AM IST

Jharkhand Exit Poll Results 2024: ঝাড়খণ্ডের ভোটে এগিয়ে বিজেপির জোট

৮১ আসনের ঝাড়খণ্ডে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪২ আসন। ক্ষমতাসীন ‘মহাগঠবন্ধনে’ এ বার জেএমএম-কংগ্রেস-আরজেডির সঙ্গে রয়েছে বাম দল সিপিআইএমএল লিবারেশন। অন্য দিকে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে এ বার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতোর ‘অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন’ (আজসু), বিহারের নীতীশ কুমারের দল জেডিইউ এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের দল এলজেপি (রামবিলাস) রয়েছে।
November 21, 20248:22 AM IST

Maharashtra Exit Poll Results 2024: মহারাষ্ট্রে বুথ ফেরত সমীক্ষার ফলাফল

লোকসভা নির্বাচনের ছ’মাসের মাথায় মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা ভোটে আবার জিততে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। বুধবার মহারাষ্ট্রের ২৮৮ আসনে এক দফায় ভোটগ্রহণ হয়েছে। একই সঙ্গে দ্বিতীয় তথা শেষ দফার ভোট হয়েছে ঝাড়খণ্ডের ৮১টির মধ্যে ৩৮টি বিধানসভা আসনেও।
November 20, 20247:56 PM IST

Maharashtra Exit Poll Results 2024 Live Updates: একনজরে সব বুথ-ফেরত সমীক্ষার ফলাফল

P-Marq: NDA- ১৩৫-১৫৭, I.N.D.I.A -১২৬-১৪৬, OTHERS- ২-৮ Matrize: NDA- ১৫০-১৭০, I.N.D.I.A-১১০-১৩০, OTHERS- ৮-১০ Chanakya Strat: NDA- ১৫২-১৬০, I.N.D.I.A ১৩০-১৩৮, OTHERS- ০ People’s Pulse: NDA- ১৭৫-১৯৫, I.N.D.I.A ৮৫-১১২, OTHERS- ৭-১২ Bhaskar: NDA- ১২৫-১৪০, I.N.D.I.A ১৩৫-১৫০, OTHERS- ২০-২৫ ZeeNIA: NDA- ১২৯-১৫৯, I.N.D.I.A ১২৪-১৫৪, OTHERS- ০-১০
advertisement
November 20, 20247:25 PM IST

Maharashtra and Jharkhand Exit Poll Results 2024 Live Updates: মহায্যুতিরই জয়জয়কার

মহারাষ্ট্রের সিংহাসনে থাকছে ‘মহায্যুতি’। যে জোটে আছে বিজেপি, শিবসেনা (একনাথ শিন্ডে শিবির) এবং এনসিপি (অজিত পাওয়ার শিবির)। আর ঝাড়খণ্ডে বিদায় নিচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের সরকার। অধিকাংশ বুথফেরত সমীক্ষায় এমন ইঙ্গিতই পাওয়া গেল বুধবার ৷
November 20, 20247:18 PM IST

Maharashtra Exit Poll Results 2024 Live Updates: Peoples Pulse সমীক্ষা কী বলছে?

পিপলস পালস প্রজেক্ট 175-195 আসন বিজেপি+ এর জন্য, 85-112 MVA-এর জন্য
November 20, 20247:14 PM IST

Jharkhand Exit Poll Results 2024 Live Updates: পিপলস পালসের বুথফেরত সমীক্ষা

পিপলস পালসের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপির জোট ৪২-৪৮টি আসনে জিততে পারে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ১৬-২৩টি আসনে জিততে পারে। কংগ্রেস জিততে পারে ৮-১৪টি আসনে। আজসু দুটি থেকে পাঁচটি আসনে জিততে পারে। বিধানসভা ভোটে বিজেপি ও আজসুর জোট আছে। আর ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট আছে।
advertisement
November 20, 20246:58 PM IST

Maharashtra Exit Poll Results 2024 Live Updates: চাণক্যের এক্সিট পোলের ফলাফল

চাণক্যের বুথ ফেরত সমীক্ষার ফলাফল  বিজেপি- ১৫২-১৬০ কংগ্রেস- ১৩০-১৩৮
November 20, 20246:50 PM IST

Maharashtra Exit Poll Results 2024 Live Updates: Matrize-এর পূর্বাভাস

ম্যাট্রিজ মহাযুতির জন্য 150-170 আসন, কংগ্রেস + 110-130 আসনের পূর্বাভাস দিয়েছে
November 20, 20246:46 PM IST

Maharashtra Exit Poll Results 2024 Live Updates: P-Marq মহাযুতির জন্য ১৩৭-১৫৭ এবং এমভিএ-র জন্য ১২৬-১৪৬

P-Marq এক্সিট পোলে ক্ষমতাসীন মহাযুতি জোটের জন্য ১৩৭-১৫৭ আসনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে ৷ যেখানে ৪২% ভোট শেয়ার অনুমান করা হয়েছে এবং মহা বিকাশ আঘাদি (এমভিএ) এর জন্য ৪১% ভাগের সঙ্গে ১২৬-১৪৬ আসন রয়েছে, যার মধ্যে একটি হাড্ডাহাড্ডির লড়াই আশা করা হচ্ছে। দুটি জোট। অন্যান্য দলগুলি ১৭% ভোট শেয়ার-সহ ২-৮টি আসন পেতে পারে।
advertisement
November 20, 20246:30 PM IST

Maharashtra, Jharkhand Exit Poll 2024: সন্ধ্যা ৬.৩০ টা থেকে শুরু এক্সিট পোল

সন্ধ্যা সাড়ে ৬টা থেকে থেকে এক্সিট পোলের সমীক্ষা সামনে আসতে শুরু করবে।
November 20, 20246:22 PM IST

Maharashtra, Jharkhand Exit Poll 2024: ঝাড়খণ্ডে NDA বনাম INDIA

ম্যাজিক ফিগার ৪২। এখানে ইন্ডিয়া জোট বনাম এনডিএর মধ্যে মূলত লড়াই হচ্ছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), কংগ্রেস এবং আরজেডি-সহ INDIA জোটে আরও কয়েকটি ছোট দল রয়েছে। যেখানে এনডিএতে রয়েছে বিজেপি, এজেএসইউ, জেডিইউ এবং এলজেপি। বর্তমানে এখানে ইন্ডিয়া জোট সরকারে রয়েছে।
November 20, 20246:20 PM IST

Maharashtra, Jharkhand Exit Poll 2024: ঝাড়খণ্ডে ম্যাজিক ফিগার কত ?

ঝাড়খণ্ডে মোট বিধানসভা আসনের সংখ্যা হল ৮১। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ৪২।
advertisement
November 20, 20246:09 PM IST

Maharashtra, Jharkhand Exit Poll 2024: মহারাষ্ট্রে ম্যাজিক ফিগার কত ?

মহারাষ্ট্রে মোট বিধানসভা আসনের সংখ্যা ২৮৮। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ১৪৫। যে দল বা জোট এককভাবে ১৪৫-র গণ্ডি ছুঁয়ে ফেলবে, সেই দল বা জোট সরকার গঠন করবে।
November 20, 20246:06 PM IST

Maharashtra, Jharkhand Exit Poll 2024: এক্সিট পোলের ফলাফল লাইভ

এক্সিট পোলের ফলাফল থেকে প্রাথমিকভাবে আভাস পাওয়ার চেষ্টা করেন সকলেই। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় কে এগিয়ে থাকল? তার লাইভ আপডেট দেখে নিন।
November 20, 20246:02 PM IST

Maharashtra, Jharkhand Exit Poll 2024: মহারাষ্ট্র দখল করবে কে? ঝাড়খণ্ডে কে বাজিমাত করবে?

মহারাষ্ট্র দখল করবে কে? ঝাড়খণ্ডে কে বাজিমাত করবে? আগামী শনিবার (২৩ নভেম্বর) চূড়ান্ত ফলাফল সামনে আসার আগে আজ দুই রাজ্যের এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষা থেকে সেই আভাস মিলতে পারে।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Exit Poll Results 2024: মহারাষ্ট্রে বাজিমাত NDA জোটের, ঝাড়খণ্ডেও বিদায় I.N.D.I.A-র, ইঙ্গিত এক্সিট পোলের সমীক্ষায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল