আগামী ২৯ শে আগস্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিয়ে বৈঠক করবে।
বিভিন্ন বুথের বিন্যাস, নতুন করে বুথ তৈরি, বহুতল ও হাউসিং কমপ্লেক্স গুলিতে বুথ তৈরি করা নিয়ে আলোচনা হবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে।
ইতিমধ্যেই রাজ্যে বিধানসভা ভোটের আগে প্রায় ১৪ হাজার নতুন বুথ তৈরি হতে চলেছে। তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কী মতামত বৈঠক থেকে জানবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তারপরই জাতীয় নির্বাচন কমিশনকে সিইও দফতর তাদের সুপারিশ পাঠাবে বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
বিহারে এসআইআর নিয়ে মামলা আদালত পর্যন্ত গড়িয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই নতুন নির্দেশ জারি করেছে দেশের সর্বোচ্চ আদালত। বিহারে সংশোধিত খসড়া ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা নির্বাচন কমিশনের কাছে আবেদনের সময় বৈধ নথি হিসেবে আধার কার্ড ব্যবহার করতে পারেন৷ বিহারের এসআইআর মামলায় শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷
একই সঙ্গে সুপ্রিম কোর্ট অবশ্য জানিয়েছে, আধার কার্ড বাদে নির্বাচন কমিশন যে এগারোটি নথি ভোটার তালিকা যাচাইয়ের সময় জমা দিতে বলেছিল, তার মধ্যে যে কোনও একটি নথি জমা দিলেই হবে৷
পাশাপাশি, বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর সময়সীমা বৃদ্ধির দাবিও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্ট কমিশনকে পরামর্শ দিয়েছে, শুধুমাত্র ভোটারদের মধ্যে থেকে বিপুল সাড়া পেলে তবেই আবেদন করার সময়সীমা বৃদ্ধি করার কথা তারা চিন্তাভাবনা করতে পারে৷ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এ দিন এই নির্দেশ দিয়েছে৷