মুখ্য় নির্বাচন কমিশনার রাজীব কুমার দাবি করেছেন, তিন রাজ্য়েই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। তবে কোনও জায়গাতেই ভোটের আগে হিংসাত্মক ঘটনার খবর নেই। উত্তর- পূর্বের এই তিন রাজ্য়েই পুরুষদের তুলনায় মহিলা ভোটারদের সংখ্য়া বেশি বলে জানিয়েছেন মুখ্য় নির্বাচন কমিশনার।
আরও পড়ুন: 'প্রক্সি সরকারকে সরিয়ে দিন', মেঘালয়ের সভা থেকে মমতার হুঙ্কার
advertisement
আগামী ১২ মার্চ নাগাল্যান্ড বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। মেঘালয় এবং ত্রিপুরা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে যথাক্রমে ১৫ মার্চ এবং ২২ মার্চ। এই তিন রাজ্য়ের মধ্য়ে মেঘালয় এবং ত্রিপুরায় নির্বাচনী লড়াইয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস। আজই মেঘালয়ে প্রথম রাজনৈতিক সভা করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
এই তিন রাজ্য় ছাড়াও চলতি বছরে আরও ছয় রাজ্য়ে বিধানসভা নির্বাচন হবে। সেগুলি হল কর্ণাটক, ছত্তীসগড়, মধ্য়প্রদেশ, মিজোরাম, রাজস্থান এবং তেলেঙ্গানা।