TRENDING:

Tripura Meghalaya Nagaland election schedule: ত্রিপুরায় দু' দফায়, মেঘালয়- নাগাল্য়ান্ডে একই দিনে ভোট আগামী মাসে! ফল ঘোষণা ২ মার্চ

Last Updated:

এ দিন উত্তর পূর্বের তিন রাজ্য়ে ভোটের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আগামী ১৬ এবং ২৭ ফেব্রুয়ারি দু' দফায় ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। মেঘালয় এবং নাগাল্য়ান্ডে নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। এ দিন উত্তর পূর্বের তিন রাজ্য়ে ভোটের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। তিন রাজ্য়েই ভোটের ফল ঘোষণা হবে ২ মার্চ। তিন রাজ্য়েই ৬০টি করে বিধানসভা আসন রয়েছে।
advertisement

মুখ্য় নির্বাচন কমিশনার রাজীব কুমার দাবি করেছেন, তিন রাজ্য়েই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। তবে কোনও জায়গাতেই ভোটের আগে হিংসাত্মক ঘটনার খবর নেই। উত্তর- পূর্বের এই তিন রাজ্য়েই পুরুষদের তুলনায় মহিলা ভোটারদের সংখ্য়া বেশি বলে জানিয়েছেন মুখ্য় নির্বাচন কমিশনার।

আরও পড়ুন: 'প্রক্সি সরকারকে সরিয়ে দিন', মেঘালয়ের সভা থেকে মমতার হুঙ্কার

advertisement

আগামী ১২ মার্চ নাগাল্যান্ড বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। মেঘালয় এবং ত্রিপুরা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে যথাক্রমে ১৫ মার্চ এবং ২২ মার্চ। এই তিন রাজ্য়ের মধ্য়ে মেঘালয় এবং ত্রিপুরায় নির্বাচনী লড়াইয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস। আজই মেঘালয়ে প্রথম রাজনৈতিক সভা করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

এই তিন রাজ্য় ছাড়াও চলতি বছরে আরও ছয় রাজ্য়ে বিধানসভা নির্বাচন হবে। সেগুলি হল কর্ণাটক, ছত্তীসগড়, মধ্য়প্রদেশ, মিজোরাম, রাজস্থান এবং তেলেঙ্গানা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Meghalaya Nagaland election schedule: ত্রিপুরায় দু' দফায়, মেঘালয়- নাগাল্য়ান্ডে একই দিনে ভোট আগামী মাসে! ফল ঘোষণা ২ মার্চ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল