TRENDING:

International Yoga Day: দু বার হার্ট অ্যাটাক, জীবন থেকে বাদ দুধ-ঘি! ৮০ বছরের সেই বৃদ্ধই এখন টগবগে তরুণ, কীভাবে?

Last Updated:

২০০১ সালে দু দুবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকরা তাঁকে সাফ জানিয়ে দেন, দুধ, ঘি-এর মতো দুগ্ধজাত খাবার এড়িয়ে চলতে হবে তাঁকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
৮০ বছর বয়স৷ কিন্তু এখনও প্রতিদিন নিয়ম করে নিজের হাঁটুর বয়সি যুবকদের সঙ্গে দাপিয়ে কবাডি খেলেন রাজস্থানের চুরুর বাসিন্দা শিব ভগওয়ান ভকর৷ এক এক সময় বয়সে ছোট ওই ছেলেদের হারিয়েও দেন তিনি৷
৮০-তেও গ্রামের তরুণদের বলে বলে হারান শিব ভগওয়ান ভকর৷
৮০-তেও গ্রামের তরুণদের বলে বলে হারান শিব ভগওয়ান ভকর৷
advertisement

শুধু কবাডি খেলাই নয়, দৌড়েও ৮০ বছরের শিব ভগওয়ানের সঙ্গে পেরে ওঠেন না গ্রামের অনেক তরুণ তুর্কিরা৷ সব অর্থেই বয়সটা এই বৃদ্ধের কাছে শুধুই একটি সংখ্যা মাত্র৷

যদিও বছর পঁচিশ আগেও জীবনটা এমন ছিল না শিব ভগওয়ানের৷ ২০০১ সালে দু দুবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকরা তাঁকে সাফ জানিয়ে দেন, দুধ, ঘি-এর মতো দুগ্ধজাত খাবার এড়িয়ে চলতে হবে তাঁকে৷ দিনে একশো গ্রাম দুগ্ধজাত খাবারও তাঁর জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে সাবধান করে দেন চিকিৎসকরা৷ ঘণ্টায় ঘণ্টায় খেতে হত বিভিন্ন ধরনের ওষুধ৷ তার পরেও শরীরের অস্বস্তি কাটছিল না শিবের৷ গলা, বুকে সবসময় জ্বলুনি অনুভব করতেন তিনি৷

advertisement

এর পরই শরীর সুস্থ করতে বিকল্প পথের খোঁজ করতে শুরু করেন শিব৷ তখনই টিভি-তে বাবা রামদেবকে দেখে বাড়িতেই টুকটাক যোগ ব্যায়াম করতে শুরু করেন তিনি৷ এর পর ২০০৭ সালে পতঞ্জলির যোগ ব্যায়ামের শিবিরে যোগ দেন শিব৷ এর শিবিরে অংশগ্রহণের পরই নিজেকে যেন নতুন করে আবিষ্কার করেন তিনি৷

ওই শিবিরের পরই কড়া নিয়মানুবর্তিতায় নিজের জীবনকে বেঁধে ফেলেন শিব৷ রোজ ভোর চারটেয় উঠে তিন কিলোমিটার দৌড়ন তিনি৷ তার পরের তিন ঘণ্টা একটানা যোগ ব্যায়াম করেন তিনি৷ এখনও প্রতিদিন একশো বার ডন বৈঠক দিতে পারেন শিব৷ আর রোজকার এই অনুশীলনের ফল রীতিমতো অবিশ্বাস্য৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ডাক্তারের বেঁধে দেওয়া নিয়ম ভুলে গিয়ে এখন প্রতিদিন দুই থেকে তিন লিটার দুধ খান শিব৷ ঘি-ও খান যথেষ্ট পরিমাণে৷ অস্বস্তির বদলে ঘি, দুধ এখন তাঁকে শক্তি জোগায়৷ হৃদরোগের সমস্যা, সর্দি, কাশি এসবই এখন শিবের জীবনে অতীত৷ সবথেকে বড় কথা, ৩৮ বছর বয়স থেকে চিকিৎসকের পরামর্শ মতো চশমা পরতে হলেও এখন খালি চোখেই দিব্যি জীবনযাপন করছেন ওই বৃদ্ধ৷ তিনি শুধু এখন আর গ্রামের কম বয়সিদের কাছে অনুপ্রেরণা নন, গ্রামবাসীদের যোগ ব্যায়ামও শেখান শিব৷ তাঁর কথায়, যোগব্যায়াম মানুষের বয়সকে ভুলিয়ে দিতে পারে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
International Yoga Day: দু বার হার্ট অ্যাটাক, জীবন থেকে বাদ দুধ-ঘি! ৮০ বছরের সেই বৃদ্ধই এখন টগবগে তরুণ, কীভাবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল