রবিবার গভীর রাতে পূর্বস্থলীর কেশববাটি গ্রামের বাড়িতে খবর পৌঁছয় মারা গেছে হাবিবুল সেখ নামের বছর সতেরোর ওই কিশোর। এরপর সোমবার রাত ২টা ৩০ নাগাদ তার দেহ গুজরাত থেকে ফেরে পূর্বস্থলীর কেশববাটির বাড়িতে। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক তপন চট্টোপাধ্যায়, বিডিও সৌমিক বাগচী, পূর্বস্থলী থানার আইসি সন্দীপ কুমার গঙ্গোপাধ্যায়, পূর্বস্থলী ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বদরুল আলম মণ্ডল-সহ বিশিষ্টজনেরা।
advertisement
বাড়ি ফেরার কথা বার বার বলত হাবিবুল। কিছু দিন পর বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করেছিল সে। সোমবার মধ্যরাতে বাড়ি ফিরল তার কফিনবন্দি দেহ। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোরবি সেতু বিপর্যয়ে মৃত্যু হওয়া পূর্বস্থলীর বাসিন্দা হাবিবুল শেখের দেহের সোমবার দুপুরে আহমেদাবাদে ময়নাতদন্ত করা হয়। সন্ধ্যা সাতটার বিমানে সেই দেহ তোলা হয়। রাত দশটা নাগাদ কলকাতা বিমানবন্দরে তার মৃতদেহ আসে। সেখান থেকে সড়কপথে তার দেহ পূর্বস্থলীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ, মঙ্গলবার সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।
প্রতি রবিবারই বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে যেত পূর্বস্থলীর কিশোর হাবিবুল। রবিবার সন্ধ্যায় গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন বাংলার এই কিশোর। পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলীর বাসিন্দা হাবিবুল শেখ সেই বিপর্যয় স্থলে গিয়েছিল ছট পুজোর উৎসব দেখতে। আর সেখানেই অমোঘ পরিণতি নেমে আসে জীবনে।