TRENDING:

ভয়ঙ্কর ধুলোর ঝড় শুরু রাজধানীতে, বিপর্যস্ত জনজীবন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আজ দুপুরে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল ঝুলোর ঝড় এবং বৃষ্টিপাত হতে পারে রাজধানী দিল্লিতে। সেই পূর্বাভাস মতোই আকাশ কালো করে ধুলোর ঝড় শুরু হয়েছে দিল্লির বেশ কিছু এলাকায়। বিকেল পাঁচটাতেই অন্ধকার নেমে আসে। ঝুলোর ঝড় আর প্রবল বৃষ্টিতে ব্যহত হয় জনজীবন। বৃষ্টির জেরে উড়ান পরিষেবা ব্যাহত হয়। ধুলোর ঝড় এবং বৃষ্টিতে দৃশ্যমানতা কমে প্রায় ৫০০ মিটার হয়ে গিয়েছিল। তার সঙ্গে ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ঝড় বইছিল। যার জন্য একাধিক উড়ান দিল্লিতে অবতরণ করতে পারেনি। খারাপ আবহাওয়ার কারণে দিল্লিগামী ২৭টি বিমানের অভিমুখ পরিবর্তন করে দেওয়া হয় ৷
advertisement

আবহাওয়া দপ্তর জানিয়েছিল ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হবে দিল্লিতে তার সঙ্গে হাল্কা বৃষ্টি। ঠিক তেমনটাই হল, শুধু বৃষ্টিটা পূর্বাভাসের তুলনায় একটু বেশিই হয়েছে। সপ্তাহান্তের বৃষ্টিতে কিছুটা হলেও তাপমাত্রা কমেছে রাজধানী দিল্লির। তার সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণও অনেকটাই কমেছে। সকাল থেকে ৩০ ডিগ্রি তাপমাত্রা এবং তারসঙ্গে ৭০ শতাংশ আর্দ্রতা ছিল দিল্লিতে। বৃষ্টিতে সেই অস্বস্তিকর গরম থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছেন শহরবাসী। কারণ শুক্রবার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল।

advertisement

বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, কমপক্ষে ২০টি অন্তর্দেশীয় বিমান এবং ১২টি আন্তর্জাতিক বিমান সময়ের চাইতে অনেকটা দেরিতে চলছে ৷ একই সঙ্গে ট্রেন চলাচলও অনিয়মিত বলে খবর ৷ ট্রেনগুলি কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট দেরি করে চলছে ৷

advertisement

‌‌

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভয়ঙ্কর ধুলোর ঝড় শুরু রাজধানীতে, বিপর্যস্ত জনজীবন