TRENDING:

Petrol pump fire: পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দিল মদ্যপ যুবক! প্রাণভয়ে ছোটাছুটি, তার পর? দেখুন ভিডিও

Last Updated:

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হায়দ্রাবাদের নাচরাম এলাকায়৷ ওই সময় গাড়িতে তেল ভরাতে পেট্রোল পাম্পে এসেছিলেন বেশ কয়েকজন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দ্রাবাদ: পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়েছিল এক মদ্যপ ব্যক্তি৷ হাতে ছিল লাইটার৷ তা দেখে পেট্রোল পাম্পের এক কর্মী তাঁকে জিজ্ঞেস করেন, তিনি ওই লাইটার ধরাবেন কি না? এর পর দু এক কথায় ওই কর্মীকে মদ্যপ ওই ব্যক্তিকে বলেন, সাহস থাকলে তিনি লাইটার জ্বালিয়ে দেখান৷
ধটনার মুহূর্তের ছবি৷
ধটনার মুহূর্তের ছবি৷
advertisement

এই কথা বলা মাত্রই সিগারেটে জ্বালিয়ে পেট্রোল পাম্পের মধ্যেই আগুন ধরিয়ে দেন চিরন নামে ওই মদ্যপ ব্যক্তি৷ সঙ্গে সঙ্গে আতঙ্কে ছুটোছুটি করতে শুরু করেন পেট্রোল পাম্পে উপস্থি সবাই৷

আরও পড়ুন: ১৯৯৯ সালের সুপার সাইক্লোনের পর দানা! ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও কীভাবে রক্ষা পায় ভিতরকণিকা?

advertisement

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হায়দ্রাবাদের নাচরাম এলাকায়৷ ওই সময় গাড়িতে তেল ভরাতে পেট্রোল পাম্পে এসেছিলেন বেশ কয়েকজন৷ তাঁদের মধ্যে শিশু এবং মহিলাও ছিল৷ কোনওমতে পেট্রোল পাম্পের কর্মীরা বড় কোনও বিপদ ঘটার আগে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এই ঘটনায় পুলিশ চিরন নামে মদ্যপ ওই ব্যক্তির পাশাপাশি ঘটনায় প্ররোচনা দেওয়ার জন্য পেট্রোল পাম্পের ওই কর্মীকেও গ্রেফতার করেছে৷ ধৃত দু জনেই বিহারের বাসিন্দা৷ নাচরাম থানার ইনস্পেক্টর জি রুদভির কুমার জানিয়েছেন, এই ভাবে পেট্রোল পাম্পের ভিতরে আগুন জ্বালানোর কারণে ভয়াবহ বিস্ফোরণের ঝুঁকি ছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Petrol pump fire: পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দিল মদ্যপ যুবক! প্রাণভয়ে ছোটাছুটি, তার পর? দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল