এই কথা বলা মাত্রই সিগারেটে জ্বালিয়ে পেট্রোল পাম্পের মধ্যেই আগুন ধরিয়ে দেন চিরন নামে ওই মদ্যপ ব্যক্তি৷ সঙ্গে সঙ্গে আতঙ্কে ছুটোছুটি করতে শুরু করেন পেট্রোল পাম্পে উপস্থি সবাই৷
আরও পড়ুন: ১৯৯৯ সালের সুপার সাইক্লোনের পর দানা! ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও কীভাবে রক্ষা পায় ভিতরকণিকা?
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হায়দ্রাবাদের নাচরাম এলাকায়৷ ওই সময় গাড়িতে তেল ভরাতে পেট্রোল পাম্পে এসেছিলেন বেশ কয়েকজন৷ তাঁদের মধ্যে শিশু এবং মহিলাও ছিল৷ কোনওমতে পেট্রোল পাম্পের কর্মীরা বড় কোনও বিপদ ঘটার আগে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷
এই ঘটনায় পুলিশ চিরন নামে মদ্যপ ওই ব্যক্তির পাশাপাশি ঘটনায় প্ররোচনা দেওয়ার জন্য পেট্রোল পাম্পের ওই কর্মীকেও গ্রেফতার করেছে৷ ধৃত দু জনেই বিহারের বাসিন্দা৷ নাচরাম থানার ইনস্পেক্টর জি রুদভির কুমার জানিয়েছেন, এই ভাবে পেট্রোল পাম্পের ভিতরে আগুন জ্বালানোর কারণে ভয়াবহ বিস্ফোরণের ঝুঁকি ছিল৷