পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাসে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ আফিম গাছ উদ্ধার করা হয়। অভিযুক্তের নাম সন্ত লাল, যিনি উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের মালী হিসাবে কাজ করছিলেন।
আরও পড়ুন: ব্লিংকিট ডেলিভারি বয়ের সড়ক দুর্ঘটনায় মৃত্যু! অভিযুক্ত বাস চালকের সন্ধানে পুলিশ
advertisement
ডিসিপি (অপরাধ) নরিন্দর সিং কাদিয়ান জানান, পুলিশের ক্রাইম ইউনিট-১ ও মাদক নিয়ন্ত্রণ দপ্তরের একটি দল অভিযান চালিয়ে ফুলের গাছের মাঝে লুকিয়ে থাকা ৪০০টি আফিম গাছ উদ্ধার করে। এই গাছগুলোর উচ্চতা প্রায় তিন থেকে চার ফুট এবং মোট ওজন ৪০ কেজি বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা দ্রুতগতির SUV-এর! নিহত ১…
প্রাথমিক তদন্তে দেখা গেছে, গাছগুলোর তাজা কাটার দাগ রয়েছে, যা ইঙ্গিত দেয় যে এগুলো সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছিল। আদালতে হাজির করার পর অভিযুক্তকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ড্রাগসের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হচ্ছে, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে, যাতে ছাত্রদের মধ্যে মাদকের প্রসার বন্ধ করা যায়। তদন্ত চলছে এবং আফিম চাষের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে।