TRENDING:

দিল্লিতেও হামলার ছক কষেছিল সুলেমানি, চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের

Last Updated:

শুক্রবার মার্কিন ড্রোন হানায় নিহত হন ইরানি সেনার কমান্ডার জেনারেল কাসেম সুলেইমানি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই সুলেইমানিকে হত্যা করা হয়েছে বলে বিবৃতি দেয় পেন্টাগন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: সুলেমানির মৃত্যুর পর সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প ৷ তিনি বলেন দিল্লিতেও হামলার ছক কষেছিলেন সুলেমানি ৷ তবে হামলার ছক নিয়ে বিস্তারিত কিছু জানানি ট্রাম্প ৷ ট্রাম্প আরও বলেন,‘অসুস্থ মানসিকতার মানুষ সুলেমানি ৷ মানুষ মারা পেশা ছিল সুলেমানির ৷ বিশ্ব সুলেমানির সন্ত্রাস থেকে মুক্ত ৷ যুদ্ধ পরিস্থিতি রুখতে সুলেমানিকে টার্গেট করা হয় ৷’
advertisement

সুলেইমানিকে বিশ্বের একনম্বর জঙ্গি বলে উল্লেখ করে ট্রাম্পের দাবি, শুধু ভারত বা আমেরিকাই নয়। সুলেইমানির লক্ষ্যে ছিল লন্ডনও। মার্কিন সেনার অভিযানের কথা ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, আরও আগেই এই সিদ্ধান্ত নিলে বহু নিরীহ প্রাণ রক্ষা পেত।

শুক্রবার মার্কিন ড্রোন হানায় নিহত হন ইরানি সেনার কমান্ডার জেনারেল কাসেম সুলেইমানি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই সুলেইমানিকে হত্যা করা হয়েছে বলে বিবৃতি দেয় পেন্টাগন।

advertisement

বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার মূল্য দিতে হবে তেহরানকে। হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হলও তাই। মার্কিন অভিযানে ইরানের কুদস ফোর্সের প্রধান, জেনারেল কাসেম সুলেইমানি সহ অন্তত ৯ জন নিহত। নিহত তেহরান সমর্থিত ইরাকি জঙ্গিনেতা আবু মাহদি অল মুহানদিসও।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুক্রবার সকালে বাগদাদ বিমানবন্দের কাছে কনভয়ে একই গাড়িতে ছিলেন সুলেইমানি ও অল মুহানদিস। অন্য একটি গাড়িতে ছিলেন তাঁদের সঙ্গীরা। সে সময়ই ড্রোন থেকে মিসাইল ছোঁড়ে মার্কিন সেনা। ঘটনার পরপরই বিবৃতি দেয় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লিতেও হামলার ছক কষেছিল সুলেমানি, চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল