TRENDING:

আহতের কাটা পা-কেই বালিশ বানাল হাসপাতাল !

Last Updated:

শিরোনাম পড়ে নিশ্চয়ই হতবাক হচ্ছেন ! ভাবছেন এমনটাও আবার হয় নাকি ৷ কাটা পা দিয়ে বালিশ !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: শিরোনাম পড়ে নিশ্চয়ই হতবাক হচ্ছেন ! ভাবছেন এমনটাও আবার হয় নাকি ৷ কাটা পা দিয়ে বালিশ ! ব্যাপারটা নিয়ে তীব্র জল্পনা-কল্পনা করার আগে জানিয়ে রাখা ভালো, উত্তর প্রদেশের ঝাঁসি মেডিক্যাল কলেজে এমনটাই উঠল অভিযোগ ৷ গুরুতর জখম এক ব্যক্তির পা কেটে বাদ দেওয়ার পর সেই কাটা পা-কেই তাঁর মাথার বালিশ করল সরকারি এক সুপার স্পেশালিটি হাসপাতালেও বিরুদ্ধে ৷
advertisement

খবর অনুযায়ী, শনিবার একটি গাড়ি দুর্ঘটনায় জখম হয়ে হাসাপাতালে চিকিৎসার জন্য আসেন ঘনশ্যাম নামে এক ব্যক্তি ৷ তিনি একটি স্কুল বাসের হেল্পার হিসেবে কাজ করতেন ৷ ওই দিন সকালে ওই বাসটি একটি ট্রাকের ধাক্কায় উলটে যায় ৷ আহত হয় ২৫ জন স্কুল পড়়ুয়াও ৷ তবে গুরুতর আহত হন ঘনশ্যাম ৷ ক্ষতিগ্রস্ত হয় তাঁর বাঁ পাটি ৷ চিকিত্সকরা তড়িঘড়ি অস্ত্রোপচার করে পা বাদ দিয়ে দেন। এই পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু সমস্যা দেখা দেয় রোগীর মাথার বালিশ নিয়ে। হাতের কাছে বালিশ না থাকায় ঘনশ্যামের কাটা পা-কেই তাঁর মাথার নীচে বালিশ হিসাবে গুঁজে দেন চিকিত্সকরা! গোটা ঘটনায় হতবাক সবাই ৷ একটি সুপার স্পেশালিটি হাসপাতালে এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। রাজ্য সরকার তদন্তের নির্দেশ দিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
আহতের কাটা পা-কেই বালিশ বানাল হাসপাতাল !