TRENDING:

Letter controversy: তামিলনাড়ুর সাংসদকে হিন্দিতে চিঠি লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী, মিলল 'মোক্ষম' জবাব! জোর বিতর্ক

Last Updated:

সম্প্রতি ট্রেনে খাবারের মান এবং পরিচ্ছন্নতা সংক্রান্ত প্রশ্ন সংসদে তুলেছিলেন আবদুল্লা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: হিন্দিতে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তার জবাব তামিল ভাষায় দিলেন ডিএমকে-র সাংসদ৷ এমনই কাণ্ড ঘটিয়েছেন তামিলনাড়ুর সাংসদ পুদুককোট্টাই এমএম আবদুল্লা৷ যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷
ডিএমকে সাংসদ এম এম আবদুল্লাকে লেখা কেন্দ্রীয় মন্ত্রীর চিঠি৷
ডিএমকে সাংসদ এম এম আবদুল্লাকে লেখা কেন্দ্রীয় মন্ত্রীর চিঠি৷
advertisement

তামিল ভাষায় লেখা ওই চিঠিতে ডিএমকে সাংসদ আবদুল্লাহ কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টকে জানিয়েছেন, হিন্দিতে লেখা ওই চিঠিতে মন্ত্রী তাঁকে কী বলতে চেয়েছেন, তা বুঝতে পারেননি তিনি৷

আরও পড়ুন: কী ক্ষতি করে গেল দানা, টের পাওয়া যাবে এবার! কালীপুজোর আগেই দুঃসংবাদ

সম্প্রতি ট্রেনে খাবারের মান এবং পরিচ্ছন্নতা সংক্রান্ত প্রশ্ন সংসদে তুলেছিলেন আবদুল্লা৷ হিন্দিতে চিঠি লিখে ডিএমকে সাংসদের সেই সমস্ত প্রশ্নেরই জবাব দিয়েছিলেন রেল প্রতিমন্ত্রী৷

advertisement

যদিও সমাজমাধ্যমে দুটি চিঠি পোস্ট করে আবদুল্লা দাবি করেছেন, রেল প্রতিমন্ত্রীর অফিসে তিনি বার বার জানিয়েছেন যে তিনি হিন্দি পড়তে অথবা বুঝতে পারেন না৷ তার পরেও তাঁকে হিন্দিতেই চিঠি পাঠিয়েছেন কেন্দ্রী মন্ত্রী৷

এক্স হ্যান্ডেলে ডিএমকে সাংসদ আবদুল্লাহ জানিয়েছেন, সবসময়ই রেল প্রতিমন্ত্রীর অফিস থেকে হিন্দিতে চিঠি পাঠানো হয়৷ আমি মন্ত্রীর অফিসের আধিকারিকদের ফোন করে জানিয়েছি যে আণি হিন্দি বুঝতে পারি না৷ আমাকে ইংরেজিতে চিঠি পাঠানো হোক৷ কিন্তু তার পরেও সেই হিন্দিতে লেখা চিঠিই এসেছে৷ এর পরে যা করলে উনি সমস্যাটা বুঝতে পারবেন, আমি সেটাই করেছি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তামিলে লেখা এই চিঠিতেও কেন্দ্রীয় মন্ত্রীকে আবদুল্লাহ অভিযোগ করেছেন,ভবিষ্যতে তাঁকে যেন হিন্দিতেই তিনি চিঠি লেখেন৷ ২০২২ সালে ডিএমকে অভিযোগ করেছিল, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির উপরে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Letter controversy: তামিলনাড়ুর সাংসদকে হিন্দিতে চিঠি লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী, মিলল 'মোক্ষম' জবাব! জোর বিতর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল