TRENDING:

ডিজিপি নিয়োগে নজিরবিহীন নির্দেশ শীর্ষ আদালতের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #নয়াদিল্লি: ডিজিপি নিয়োগে নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের। এবার থেকে আর সরাসরি পুলিশের ডিজি নিয়োগ করতে পারবে না রাজ্য। রাজ্যের পাঠানো প্যানেল থেকে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ নিয়োগ করবে ইউপিএসসি। কেন্দ্র শাসিত অঞ্চলগুলির ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে।
advertisement

ডিজিপি নিয়োগে নজিরবিহীন নির্দেশ দিল শীর্ষ আদালত ৷ রাজ্যের সিদ্ধান্তে ডিজি নিয়োগের বদলে, ৩ জনের নাম পাঠাবে রাজ্য ৷ ইউপিএসসি ঠিক করে দেবে ডিজিপি ৷ ২০০৬ সালে প্রকাশ সিং মামলায়, এই নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত এর আগেও, এই সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা দেয়। যদিও তা মানত না অধিকাংশ রাজ্য।

advertisement

আরও পড়ুন 

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, প্রাথমিক শিক্ষক নিয়োগে বদলাচ্ছে নিয়ম

এতদিন, নিজেদের পছন্দ মতো ডিজিপি নিয়োগ করত রাজ্যগুলি। অভিজ্ঞতা বা মেধা যাচাই হত না। অন্তর্বর্তী ডিজিপি নিয়োগ করা হত। সামান্য কিছুদিনের জন্য ডিজিপি নিয়োগ হত। ডিজিপির মেয়াদ বাড়ানো হত অবসরের পরও। এর জেরেই পক্ষপাতিত্ব ও রাজনৈতিক পছন্দ -অপছন্দের অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরে শুনানির শেষে, মঙ্গলবার সেই মামলার রায় দেয় সুপ্রিম কোর্ট।

advertisement

এবার থেকে ইউপিএসসি ঠিক করে দেবে কে হবেন ডিজিপি। বর্তমান ডিজিপির মেয়াদের শেষের ৩ মাস আগে নাম পাঠাতে হবে। রাজ্য তিনজনের নাম পাঠাবে ইউপিএসসি-তে। ইউপিএসসির প্যানেল নাম চূড়ান্ত করবে। নির্ধারিত আইপিএসকেই ডিজিপি হিসিবে নিয়োগ করতে হবে। কেন্দ্র শাসিত অঞ্চলের ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে।

আরও পড়ুন 

মৃত বাবার গলাতেই কথা বলতেন ললিত, বুরারি কাণ্ডে শুরু সাইকোলজিক্যাল অটোপ্সি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

২ সপ্তাহের মধ্যে এই নির্দেশকে উচ্চতর বেঞ্চে চ্যালেঞ্জ করা হবে। বেশ কয়েকটি রাজ্যই ডিজিপি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করবে বলে জানা যাচ্ছে।

বাংলা খবর/ খবর/দেশ/
ডিজিপি নিয়োগে নজিরবিহীন নির্দেশ শীর্ষ আদালতের