সোমবার দুপুর ২ টো ৪৩.... ইতিহাস সৃষ্টি করল ভারত.. চাঁদে পাড়ি দিল চন্দ্রযান ২। প্রথমবারের হোঁচটে সাতদিন সময় নষ্ট হয়েছিল। তবে অভিযান ৭ দিন পিছলেও বিক্রম ও প্রজ্ঞানের চাঁদের বুকে নামা পিছোচ্ছে মাত্র ১ দিন।
৬ সেপ্টেম্বরের বদলে ৭ সেপ্টেম্বর চাঁদের বুকে বিক্রমকে নামবে চন্দ্রযান। ঘাটতি মেটাতে তাই গতি বাড়িয়েছে ৬৪০ টনের বাহুবলী। ৫ বারের জায়গায় পৃথিবীকে ৪ বার পাক খাবে চন্দ্রযান। কক্ষ পরিবর্তন করে চাঁদের দক্ষিণ মেরুতে দ্রুত পৌঁছনোর পরিকল্পনা।
advertisement
২২ জুলাই চন্দ্রযাপন২ উৎক্ষেপণ
২৩তম দিন পর্যন্ত --- পৃথিবীর চারপাশে পাক খাবে চন্দ্রযান২
২৩ থেকে ৩০ তম দিনের মধ্যে -- পৃথিবীর মাধ্যাকর্ষণ থেকে বেরিয়ে চাঁদের কক্ষপথের দিকে যাবে
৩০তম দিন -- চাঁদের কক্ষপথে পৌঁছবে
৩০ থেকে ৪২ তম দিন(১৩)-- চাঁদের চারপাশে পাক খাবে চন্দ্রযান২
৪৩ তম দিন ল্যান্ডার ও রোভার নামাবে চাঁদের দক্ষিণ মেরুতে
৪৪--গতি কমিয়ে চাঁদের বুকে সফট ল্যান্ডিং
৪৮--সোলার সেলের মাধ্যমে কাজ শুরু
চন্দ্রযান ২-এর প্রধান চারটি অংশ- উপগ্রহ, উৎক্ষেপণ যান, ল্যান্ডার আর রোভার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। খতিয়ে দেখবে চাঁদের পৃষ্ঠদেশ, করবে জিও-ম্যাপিং। সংগ্রহ করবে মাটি ধুলো, বাষ্প ও বিশেষত খনিজ পদার্থ।
এর আগে সব ল্যান্ডিংই বিষুবরেখায় হয়েছিল। এই প্রথম কোনও স্বয়ংক্রিয় যান চাঁদের দক্ষিণ মেরুতে নামবে। মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর দাবি, চন্দ্রযান-দুই অভিযান পুরোপুরি সফল হলে মিলতে পারে মহাবিশ্বের সৃষ্টিতত্বের হদিশ। জানা যাবে চাঁদের জন্মকথা। এবং সেই সময় কেমন ছিল মহাকাশের গঠন? চন্দ্রযানের সফল উৎক্ষেপন মহাকাশ প্রযুক্তিতে ভারতকে অনেকটাই এগিয়ে দিল।