রাজ্যসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড ৮ জন সাংসদ ৷ গতকাল, রবিবার রাজ্যসভায় কৃষি বিল নিয়ে হাঙ্গামার জেরেই সাসপেন্ড হলেন ৮ সাংসদ ৷ ডেপুটি চেয়ারম্যানকে শারীরিক নিগ্রহ করা হয়েছে ৷ এমন ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় বলে মত বেঙ্কাইয়া নায়ডুর ৷ সাসপেনশনের প্রতিবাদে আজ, সোমবারও রাজ্যসভায় হইচই পড়ে যায় ৷ সকাল ১০ পর্যন্ত মুলতুবি থাকে রাজ্যসভার অধিবেশন ৷
advertisement
সংসদের ‘মর্যাদা লঙ্ঘনের দোষে’ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন-সহ আট জন সাংসদকে রাজ্যসভা থেকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করলেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু। সোমবার সকালে রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার সময়েই এই সাংসদদের সাসপেন্ড করার কথা ঘোষণা করেন নায়ড়ু। এ দিন তিনি বলেন, “গতকাল ওয়েলে নেমে ডেপুটি চেয়ারম্যানকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে। তাঁকে নিজের কাজ করতে বাধা দেওয়া হয়েছে। এটা রাজ্যসভার জন্য খুবই খারাপ দিন। আমি সাংসদের বলছি, আপনারা আত্মসমীক্ষা করুন।”
এদিকে কৃষিবিলের প্রতিবাদে ২৫ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অবরোধের ডাক দিয়েছে ভারত কিষাণ সমন্বয় কমিটি ৷