TRENDING:

জাল টাকার বাড়বাড়ন্ত ছাপিয়ে যাচ্ছিল আর্থিক বৃদ্ধিকেও : জেটলি

Last Updated:

কেন্দ্রের দাবি, কালো টাকা মুক্ত অর্থনীতিতে গতি পাবে উন্নয়ন। রাজ্যগুলির হাতে থাকবে বাড়তি টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নিশানায় কালো টাকা। দেশের অর্থনীতিতে আর্থিক বৃদ্ধিকে ছাপিয়ে যাচ্ছিল জাল টাকার বাড়বাড়ন্ত। অবস্থা চরমে ওঠায় কালো টাকা বন্ধে অভিযানে কেন্দ্র। কেন্দ্রের দাবি, কালো টাকা মুক্ত অর্থনীতিতে গতি পাবে উন্নয়ন। রাজ্যগুলির হাতে থাকবে বাড়তি টাকা।
advertisement

যে পরিমাণ নোট বাজারে ছেড়েছিল রিজার্ভ ব্যাঙ্ক, বাজারে চলছে আরও দ্বিগুণেরও বেশি নোট। ১০০০ ও ৫০০ টাকার নোট নিয়ে এমনই অবস্থা দেখে আঁতকে উঠেছিল আর্থিক অপরাধ দমন শাখা।

-২০১১ থেকে ২০১৬ এর মধ্যে ব্যাঙ্ক নোটের ব্যবহার বাড়ে ৪০ শতাংশ

৫০০ টাকার নোট বেড়েছে ৭৬ শতাংশ

advertisement

১০০০ টাকার নোট ব্যবহার বাড়ে ১০৯ শতাংশ

জাল টাকার বাড়বাড়ন্ত ছাপিয়ে যাচ্ছিল আর্থিক বৃদ্ধিকেও।

১৯৯৯ সালে জাল টাকার পরিণাণ ছিল জিডিপির ২০.৭ শতাংশ

২০০৭ সালে তা বেড়ে দাঁড়ায় ২৩.৭ শতাংশ

বছরে গড়ে সাড়ে ৭০ হাজার কোটির কালো টাকা ঢুকেছে অর্থনীতি

advertisement

যা ছাড়িয়ে গিয়েছে নগদ টাকার জোগানকে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

কালো টাকা না থাকলে চিন্তার কারণ নেই। আশ্বাস অর্থমন্ত্রীর। ভোগান্তি কমাতে নির্দিষ্ট সুবিধাও ঘোষণা কেন্দ্রের।কালো টাকা মুক্ত স্বচ্ছ অর্থনীতির অপেক্ষায় তাই দিন গোণা শুরু।

বাংলা খবর/ খবর/দেশ/
জাল টাকার বাড়বাড়ন্ত ছাপিয়ে যাচ্ছিল আর্থিক বৃদ্ধিকেও : জেটলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল