শুক্রবারই দিল্লি বিশ্ববিদ্যালয়ের যুব কংগ্রেস ও বামপন্থী ছাত্র সংগঠন এই সেমিনারের বিরুদ্ধে প্রতিবাদ জানান ৷ সেমিনার বন্ধ না করা হলে শনিবার তারা বিক্ষোভ করবেন বলে আগেই জানিয়েছিলেন বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ৷ তাদের সমর্থনে এগিয়ে এসেছিলেন কয়েকজন অধ্যাপকও ৷ বিক্ষোভ ও প্রতিবাদের কথা শুনে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী বলেন, ‘অসহিষ্ণুতা নিয়ে অনেকদিন ধরে চিৎকার শুনে আসছি ৷ কিন্তু কোথায় অসহিষ্ণুতা? সেমিনারের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, আর তাছাড়াও সেমিনার কোনও রাজনীতিবিদ করাচ্ছেন না ৷ ইতিহাসবিদ, রিসার্চার আর পড়ুয়াদের জন্য এই সেমিনারটি হচ্ছে ৷ এতে আপত্তির থাকতে পারে না ৷ আপত্তি শুধু বামপন্থীদের ৷ বিক্ষোভকারিরা আইন ভাঙলে পুলিশ ব্যবস্থা নেবে ৷’
advertisement
সংবাদ সংস্থা সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সেমিনার চলাকালীন গেটের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজন বিক্ষোভকারিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে ‘শ্রী রাম জন্মভূমি মন্দির’ এই বিষয় নিয়ে দু’দিনের সেমিনারের আয়োজন করেছিলেন স্বর্গীয় বিশ্ব হিন্দু পরিষদের নেতা অশোক সিংহলের প্রতিষ্ঠিত সংগঠন অরুন্ধতী বিশিষ্ট অনুসন্ধান পীঠ ৷