TRENDING:

Narendra Modi Birthday: মোদির জন্মদিনে ৫৬ ইঞ্চির থালি! শেষ করলেই লাখ লাখ টাকা পুরস্কার

Last Updated:

শুধু ৫৬টি পদ দিয়ে অভিনব থালির আয়োজন নয়, এই থালিকে ঘিরে মোটা অঙ্কের আর্থিক পুরস্কারের ব্যবস্থাও করেছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন বলে কথা৷ আর তা উদযাপন করতে অভিনব পথ বেছে নিল দিল্লির একটি রেস্তোরাঁ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
File Photo
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি File Photo
advertisement

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করতে ৫৬ পদের একটি বিশেষ থালির ব্যবস্থা করা হয়েছে ওই রেস্তোরাঁয়৷ নরেন্দ্র মোদির ৫৬ ইঞ্চির বুকের ছাতির কথা বার বার বলেন তাঁর প্রশংসক এবং সমর্থকরা৷ সেকথা মাথায় রেখেই আমিষ এবং নিরামিষ পদ মিলিয়ে এই নতুন থালিতে ৫৬টি পদ রাখা হয়েছে৷ থালির নামও রাখা হয়েছে '৫৬ ইঞ্চি মোদিজি থালি৷'

advertisement

শুধু ৫৬টি পদ দিয়ে অভিনব থালির আয়োজন নয়, এই থালিকে ঘিরে মোটা অঙ্কের আর্থিক পুরস্কারের ব্যবস্থাও করেছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ৷ রেস্তোরাঁর মালিক সুমিত কালরা জানিয়েছেন, কোনও যুগলের মধ্যে যে কোনও একজন যদি চল্লিশ মিনিটে এই থালি শেষ করতে পারবেন, তাঁহলে ওই যুগলকে সাড়ে আট লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে৷

আরও পড়ুন: সদা কর্মব্যস্ত প্রধানমন্ত্রীর জন্মদিনে রইল তাঁর ফিটনেস রহস্য

advertisement

রেস্তোরাঁর মালিক সুমিত কালরা বলেন, 'আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুবই শ্রদ্ধা করি৷ তিনি আমাদের দেশের গর্ব৷ তাঁর জন্মদিনে আমরা অভিনব কিছু উপহার দিতে চেয়েছিলাম৷ সেই কারণে আমরা এই রাজকীয় থালির আয়োজন করে মোদিজির নামে রেখেছি৷ আমরা প্রধানমন্ত্রীকে এই থালি উপহার দিতে চেয়েছিলাম এবং তিনি এখানে এসে এই থালি খেসলে খুবই খুশি হতাম৷ কিন্তু নিরাপত্তার কারণেই তা সম্ভব নয়৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

তবে থালি শেষ করতে না পারলেও পুরস্কার জেতার সুযোগ থাকছে৷ ১৭ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে যাঁরা এই থালি খাবেন, তাঁদের মধ্যে ভাগ্যবান দু' জন বিনামূল্যে কেদারনাথ ঘুরে আসতে পারবেন৷ যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিয় জায়গা কেদারনাথ, তাই সেই জায়গাকেই বেছে নেওয়া হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi Birthday: মোদির জন্মদিনে ৫৬ ইঞ্চির থালি! শেষ করলেই লাখ লাখ টাকা পুরস্কার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল