TRENDING:

দিল্লিতে তরুণীর ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী

Last Updated:

প্রতিবেশীর লালসার শিকার হলো ১৯ বছরের এক তরুণী ৷ নৃশংস ভাবে এক তরুণীকে ধর্ষণ করে, পরে তার ভাইকেও খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর রাজু-র ওপর ৷ ঘটনাটি ঘটেছে দিল্লির স্বরূপনগর এলাকায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রতিবেশীর লালসার শিকার হলো ১৯ বছরের এক তরুণী ৷ নৃশংস ভাবে এক তরুণীকে ধর্ষণ করে, পরে তার ভাইকেও খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর রাজু-র ওপর ৷  ঘটনাটি ঘটেছে দিল্লির স্বরূপনগর এলাকায় ৷
advertisement

পুলিশ জানায়, ঘটনাটির সময় নির্যাতিতার মা-বাবা বাড়ির বাইরে ছিলেন ৷ ওই সময় ছোট দুই ভাইয়ের সঙ্গেই বাড়িতে ছিলেন ১৯ বছরের তরুণী ৷ এই সুযোগেই তাদের বাড়িতে আসে অভিযুক্ত রাজু ৷ অভিযুক্ত তাদের পাশের ঘরে ভাড়া থাকে বলে জানা গিয়েছে ৷ পুলিশ আধিকারিক জানান , ‘ ঘটনার সময় নির্যাতিতার সাত বছরের ভাই ঘুমোচ্ছিল ৷ ঘুম থেকে উঠে দিদিকে কাঁদতে দেখে বাড়িয়ালিকে ডাকতে যায় বাড়িয়ালি এসে দেখে রক্তাত্ত অবস্থায় মাটিতে পরে আছে তরুণী ৷ আর তার পাশে আর এক ভাই গলায় ফাঁস লাগা অবস্থায় পরে রয়েছে ৷’ বাড়িওয়ালিই পুলিসে খবর দেন ৷ দু্‘জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তরুণীর ছোট ভাইকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ গুরুতর আহত অবস্থায় নির্যাতিতা  হাসপাতালে চিকিৎসাধীন ৷  অভিযুক্ত রাজু পলাতক বলে জানিয়েছে পুলিশ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

নভেম্বর মাসের ২ তারিখ তরুণী ও তার পরিবার  স্বরূপনগর এলাকায় ভাড়া থাকতে আসে ৷ ওই একই দিনে রাজুও  ভাড়া নেন তাদের পাশের  ঘর ৷ তরুণীর বাবা বাড়িয়ালিকে জানিয়েছিলেন, এই রাজু-র সঙ্গেই তরুণীর বিয়ের কথা চলছে ৷ এই বিষয়ে নির্যাতিতার মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লিতে তরুণীর ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী