TRENDING:

Delhi police constable murder: রাতের দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা! পুলিশ কনস্টেবলকে কুপিয়ে খুন, পাল্টা এনকাউন্টারে মৃত ১, ধৃত ২

Last Updated:

গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে দিল্লির গোবিন্দপুরী এলাকায়৷ রাতে ওই এলাকায় টহলদারির দায়িত্বে ছিলেন ২৮ বছর বয়সি কিরনপাল সিং নামে দিল্লি পুলিশের এক কনস্টেবল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: একদিন আগেই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দিল্লি পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সেই বৈঠকের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই গতকাল রাতে দিল্লির বুকে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড৷ রাতে কর্তব্যরত এক পুলিশকর্মীকে রাস্তায় কুপিয়ে খুন করল তিন দুষ্কৃতী৷ পাল্টা এনকাউন্টারে এক হামলাকারীর মৃত্যু হয়েছে বলে খবর৷ বাকি দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
দিল্লিতে খুন পুলিশকর্মী৷ ফাইল ছবি, পিটিআই৷
দিল্লিতে খুন পুলিশকর্মী৷ ফাইল ছবি, পিটিআই৷
advertisement

গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে দিল্লির গোবিন্দপুরী এলাকায়৷ রাতে ওই এলাকায় টহলদারির দায়িত্বে ছিলেন ২৮ বছর বয়সি কিরনপাল সিং নামে দিল্লি পুলিশের এক কনস্টেবল৷ উত্তর প্রদেশের বাসিন্দা কিরনপাল সিং উত্তর প্রদেশের বুলন্দশহরের বাসিন্দা৷ ২০২১ সালে দিল্লি পুলিশের সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় তাঁকে৷ বর্তমানে গোবিন্দপুরী থানায় কর্মরত ছিলেন তিনি৷

আরও পড়ুন: ৭৭ থেকে কমতে কমতে কত হল বিজেপি? তিন বছরে বিধানসভায় বার বার সমীকরণ বদল, স্থির শুধু বামেরা

advertisement

জানা গিয়েছে, রবিবার ভোররাতে আরও দুই কনস্টেবলের সঙ্গে গোবিন্দপুরী থানা এলাকায় টহল দিচ্ছিলেন কিরনপাল৷ সেই সময় তিনি লক্ষ্য করেন, তিন জন যুবক একটি স্কুটারে চড়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে৷ চুরি অথবা ডাকাতির মতলব ছিল তাদের৷

সঙ্গে সঙ্গেই একটি গলির মুখে ওই তিন দুষ্কৃতীর পথ আটকান কিরনপাল৷ প্রথমে ওই কনস্টেবলের দিকে ইট, পাথর ছু়ড়ে পালানোর চেষ্টা করে তিন জন৷ কিন্তু নিজের বাইক দিয়ে রাস্তা আটকে দুষ্কৃতীদের স্কুটারের চাবি কেড়ে নেন কিরনপাল৷

advertisement

এর পরই ধারাল অস্ত্র দিয়ে ওই তিন দুষ্কৃতী কিরনপালের উপরে হামলা চালায়৷ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন ওই কনস্টেবল৷ ভোর সাড়ে চারটে নাগাদ এই ঘটনা ঘটে৷ সকাল সাতটা নাগাদ স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় কনস্টেবলকে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন৷ পুলিশ এসে ওই কিরনপালকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এর পরই হামলাকারীদের খোঁজ শুরু করে দিল্লি পুলিশ৷ দীপক ম্যাক্স (২০) এবং কৃষ গুপ্ত (১৮) নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ৷ আর এক পলাতক অভিযুক্ত রকি ওরফে রাঘবের পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়৷

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi police constable murder: রাতের দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা! পুলিশ কনস্টেবলকে কুপিয়ে খুন, পাল্টা এনকাউন্টারে মৃত ১, ধৃত ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল