TRENDING:

মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে AAP বিধায়ককে গ্রেফতার করল পুলিশ

Last Updated:

শনিবার সাংবাদিক সম্মেলনের মাঝখান থেকে আম আদমি পার্টির বিধায়ক দীনেশ মোহানিয়াকে গ্রেফতার করল পুলিশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শনিবার সাংবাদিক সম্মেলনের মাঝখান থেকে আম আদমি পার্টির বিধায়ক দীনেশ মোহানিয়াকে গ্রেফতার করল পুলিশ ৷
advertisement

এদিন দুপুর ১২:১০ নাগাদ মোহানিয়ার অফিসে হানা দেয় পুলিশ ৷ এবং জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে আটক করা হয় ৷

পুলিশ সূত্রের খবর, ‘মহিলার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে তাকে গ্রেফতরা করা হয়েছে ৷ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন একদল মহিলা ৷ ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ও ৩৪১ ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷’

advertisement

সঙ্গল বিহারের বাসিন্দারা অভিযোগ জানিয়েছে যে  বেশ কয়েকদিন ধরে তাদের এলাকায় জলের সমস্যায় ভুগতে হচ্ছে এলাকাবাসীদের ৷ জলসংক্রান্ত বিষয়ে সমাধান দাবি করলে  মোহানিয়া ও তার সহযোগীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাদের হুমকি দেয় বলে অভিযোগ ৷

মোহানিয়া অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকরা করেছেন ৷ তিনি জানিয়েছেন, ‘পুলিশের সঙ্গে সব বিষয়ে সহযোগীতা করতে আমি রাজি তবে আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এমএম খান খুনের মামলা থেকে নজর সরানোর জন্য বিজেপি তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছে বলে দাবি করেন মোহানিয়া ৷ এই মন্তব্য করার কয়েক মিনিট পরেই তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷

বাংলা খবর/ খবর/দেশ/
মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে AAP বিধায়ককে গ্রেফতার করল পুলিশ