TRENDING:

Heart Attack: হৃদরোগ কাড়ল ২৫ বছরের যুবককে, শুনেই আত্মঘাতী স্ত্রী! নবদম্পতির মর্মান্তিক পরিণতি

Last Updated:

গত বছরের ৩০ ডিসেম্বর বিয়ে হয়েছিল অভিষেক এবং অঞ্জলির৷ বিবাহিত জীবনের ছ মাস পূর্ণ হওয়ার আগেই তাঁদের এই অবিশ্বাস্য পরিণতি ঘটল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: মাস ছয়েক হল দু জনের বিয়ে হয়েছিল৷ উত্তর প্রদেশের গাজিয়াবাদের নবদম্পতি অভিষেক এবং অঞ্জলি সোমবার সকালে যখন দিল্লির চিড়িয়াখানায় ঘুরতে বেরিয়েছিলেন, তখনও কেউ কল্পনা করতে পারেনি কয়েক ঘণ্টার মধ্যে দু জনেরই কী মর্মান্তিক পরিণতি হতে চলেছে৷ দিল্লির চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ২৫ বছরের অভিষেকের৷ স্বামীর এই আকস্মিক মৃত্যু মেনে নিতে না পেরে গাজিয়াবাদে তাঁদের আট তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন ২২ বছরের অঞ্জলি৷
অভিষেক এবং অঞ্জলি৷
অভিষেক এবং অঞ্জলি৷
advertisement

এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ৩০ ডিসেম্বর বিয়ে হয়েছিল অভিষেক এবং অঞ্জলির৷ বিবাহিত জীবনের ছ মাস পূর্ণ হওয়ার আগেই তাঁদের এই অবিশ্বাস্য পরিণতি ঘটল৷

আরও পড়ুন: ভেজাল না খাঁটি? এই ছোট্ট কাজ করলেই ধরতে পারবেন সবজি-ফলে টাটকা না খারাপ

জানা গিয়েছে, অভিষেক পেশায় একজন ব্যবসায়ী ছিলেন৷ সম্পত্তি বেচাকেনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি৷ সোমবার দিল্লি চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার পরই তাঁর বুকে ব্যথা শুরু হয়৷ ঘাবড়ে গিয়ে অঞ্জলি সঙ্গে সঙ্গে নিজের পরিবারের সদস্য এবং বন্ধুদের বিষয়টি জানান৷ এর পর দ্রুত অভিষেককে গুরু তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে চিকিৎসকরা তাঁকে সফদরজং হাসপাতালে রেফার করেন৷

advertisement

কিন্তু সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হলে অভিষেককে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ হৃদরোগে আক্রান্ত হয়েই অভিষেকের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা৷ রাত ৯টা নাগাদ অভিষেকের মরদেহ গাজিয়াবাদে ওই দম্পতি যে ফ্ল্যাটে থাকতেন সেখানে নিয়ে যাওয়া হয়৷

দৃশ্যতই বিধ্বস্ত অঞ্জলি খানিক্ষণ নিজের স্বামীর মৃতদেহের পাশে বসে থাকেন৷ এর পর আচমকাই কেউ কিছু বুঝে ওঠার আগে ব্যালকনিতে ছুটে গিয়ে নীচে ঝাঁপ দেন তিনি৷ ওই দম্পতির ফ্ল্যাটটি আবাসনের আট তলায় ছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আরও কাছে এল ঘূর্ণিঝড় 'মন্থা', উত্তাল দিঘার সমুদ্র সৈকত, প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং
আরও দেখুন

গুরুতর আহত অবস্থায় অঞ্জলিকে প্রথমে ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁকে দিল্লির এইমস-এ পাঠানো হয়৷ সেখানেই মৃত্যু হয় ওই তরুণীর৷

বাংলা খবর/ খবর/দেশ/
Heart Attack: হৃদরোগ কাড়ল ২৫ বছরের যুবককে, শুনেই আত্মঘাতী স্ত্রী! নবদম্পতির মর্মান্তিক পরিণতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল