TRENDING:

Delhi Blast Update: দশদিন আগেই দূষণ পরীক্ষা রহস্যময় i20 গাড়ির, ভিতরে তিন জন! দিল্লি বিস্ফোরণ কাণ্ডে সামনে সিসিটিভি ফুটেজ

Last Updated:

তদন্তে পুলিশ এখনও পর্যন্ত জানতে পেরেছে, ২০১৪ সালে কেনার পর থেকে এই আই টোয়েন্টি গাড়িটির চার বার হাতবদল হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে ব্যূবহৃত গাড়িটির আরও একটি সিসিটিভি ফুটেজ হাতে পেল পুলিশ৷ দিন দশেক আগে গত ২৯ অক্টোবর দিল্লিতেই গাড়িটির দূষণ পরীক্ষা করা হয়৷ এবার সেই সিসিটিভি ফুটেজ সামনে এল৷ এই সিসিটিভি ফুটেজই প্রমাণ করল যে বিস্ফোরণের অনেক আগে থেকেই এই আই টোয়েন্টি গাড়িটি রাজধানী দিল্লি এবং তার আশপাশে ঘোরাফেরা করছিল৷
দশদিন আগেই দূষণ পরীক্ষা হয় আই টোয়েন্টি গাড়িটির৷
দশদিন আগেই দূষণ পরীক্ষা হয় আই টোয়েন্টি গাড়িটির৷
advertisement

জানা গিয়েছে, গত ২৯ অক্টোবর বিকেল ৪.২০ মিনিট নাগাদ একটি পেট্রোল পাম্পের কাছে গাড়ি ধোঁয়া পরীক্ষা কেন্দ্রে এই আই টোয়েন্টি গাড়িটির দূষণ পরীক্ষা করা হয়৷ সেই সময় চালক ছাড়াও গাড়িটিতে আরও দু জন ব্যক্তি ছিলেন৷ ফলে তদন্তে এই সিসিটিভি ফুটেজটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দাদের কাছে৷

গতকাল সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে এই গাড়িটি ব্যবহার করেই ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়৷ এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন৷ আহত হয়েছেন অনেকে৷ আশেপাশে থাকা আরও বেশ কয়েকটি গাড়িরও ক্ষতি হয়েছে৷

advertisement

যে সময় গাড়িটিতে বিস্ফোরণ ঘটে তখন সেটি একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল৷ তার আগে দীর্ঘক্ষণ গাড়িটি লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্কিং এরিয়ায় দাঁড় করানো ছিল৷ ইতিমধ্যেই এই বিস্ফোরণকাণ্ডের তদন্তভার এনআইএ-এর হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ দিল্লি পুলিশও ইউএপিএ, বিস্ফোরক সামগ্রী আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুল চলছিল, তার মধ্যেই উদ্ধার কোবরা সাপ! স্কুলের মধ্যে বিষধরের দেখা!
আরও দেখুন

তদন্তে পুলিশ এখনও পর্যন্ত জানতে পেরেছে, ২০১৪ সালে কেনার পর থেকে এই আই টোয়েন্টি গাড়িটির চার বার হাতবদল হয়েছে৷ যদিও সরকারি রেকর্ডে এই মালিকানা বদলের নথি যথাযথ ভাবে আপডেট করা হয়নি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Blast Update: দশদিন আগেই দূষণ পরীক্ষা রহস্যময় i20 গাড়ির, ভিতরে তিন জন! দিল্লি বিস্ফোরণ কাণ্ডে সামনে সিসিটিভি ফুটেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল