TRENDING:

Delhi HC: দিল্লির রাস্তায় মিলল প্রচুর ৫০০ টাকার পোড়া নোট! কিছু দূরেই যার বাড়ি, 'সব' বুঝে গেল সকলে! কার বাড়ি জানেন?

Last Updated:

Delhi HC: নতুন করে পোড়া নোটের টুকরো মেলায় ফের আলোড়ন পড়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ফের বিতর্কে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার। এবার তাঁর বাসভবনের খানিক দূরেই কিছু পোড়া ভারতীয় রুপি পাওয়া গিয়েছে। এমনিতেই তার সরকারি বাসভবনে আগুন লাগার পরে প্রচুর পরিমাণে নগদ টাকা পাওয়া যাওয়ার কারণে সুপ্রিম কোর্টের কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে।
কী মিলল জানেন?
কী মিলল জানেন?
advertisement

সেই বিতর্ক যখন তুঙ্গে, তখনই এবার পোড়া টাকার হদিশ মিলল সেই বিচারপতির বাড়ির অদূরেই। ইন্দরজিৎ নামে একজন সাফাইকর্মী বলেন, “আমরা এই এলাকায় কাজ করি। আমরা রাস্তা থেকে আবর্জনা সংগ্রহ করি। আমরা চার থেকে পাঁচ দিন আগে এখানে পরিষ্কার করছিলাম এবং আবর্জনা সংগ্রহ করছিলাম, যখন আমরা কিছু পোড়া ৫০০ টাকার নোটের ছোট টুকরো খুঁজে পাই। আমরা জানি না কোথায় আগুন লেগেছিল। আমরা শুধু আবর্জনা সংগ্রহ করেছিলাম।”

advertisement

আরও পড়ুন: ‘পরিবর্তনের হাওয়া বইছে!’ ভোটের আগে বিস্ফোরক প্রশান্ত কিশোর! বিকল্প কে? জানিয়ে দিলেন তাও! চমকে উঠবেন শুনে

নতুন করে পোড়া নোটের টুকরো মেলায় ফের আলোড়ন পড়ে গিয়েছে। যদিও ওই বিচারপতি দাবি করেছিলেন, যে ঘর থেকে নগদ পাওয়া গিয়েছে, সেই ঘরটি তাঁর প্রধান বাসভবন থেকে বিচ্ছিন্ন। এমনকী সেই ঘর অনেকেই ব্যবহার করত বলে দাবি তাঁর। এমনও দাবি, গত ১৪ মার্চ ওই বিচারপতির দিল্লির সরকারি বাসভবনের কর্মচারী কোয়ার্টারের কাছে স্টোররুমে আগুন লেগেছিল। পরিবারের সকল সদস্যকে বাইরে যেতে বলা হয়েছিল। আগুন নিভে যাওয়ার পরে, তারা ঘরে ফিরে আসে, কিন্তু কোনও নগদ পাওয়া যায়নি।

advertisement

দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে “ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ” থেকে তাকে মুক্ত করার আবেদন জানিয়ে, বিচারপতি বর্মা জোর দিয়ে বলেন, একজন বিচারকের জীবনে তাদের সুনাম এবং চরিত্রের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। এর আগে গত শনিবার, ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি বর্মার বিরুদ্ধে নগদ উদ্ধারের অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। পরে সুপ্রিম কোর্ট, এক নজিরবিহীন পদক্ষেপে, দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনে আগুন নিয়ন্ত্রণ অভিযানের সময় উদ্ধার করা পোড়া নোটের বস্তাগুলির ভিডিও এবং ফটো প্রকাশ্যে আনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই মেলায় ‘বউ’ পছন্দ হলেই পাকা কথা! দূরে যেতে হবে না, হাতের কাছই বড় সুযোগ
আরও দেখুন

গত ১৪ মার্চ বিচারপতি বর্মার বাসভবনে আগুন লাগার সময় তিনি বাড়িতে ছিলেন না। আগুন নিয়ন্ত্রণে আনার পর প্রচুর পরিমাণে নগদ উদ্ধার করা হয়েছিল, যা নিয়ে তুঙ্গে ওঠে শোরগোল।

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi HC: দিল্লির রাস্তায় মিলল প্রচুর ৫০০ টাকার পোড়া নোট! কিছু দূরেই যার বাড়ি, 'সব' বুঝে গেল সকলে! কার বাড়ি জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল