দিল্লির ওই সাংবাদিক জানিয়েছেন, ডেটিং অ্যাপ ‘বাম্বল’-এ এক তরুণীর সঙ্গে আলাপ হয়। বেশ কিছুদিন কথাবার্তা চলে। তারপর ডেটা যান তাঁরা। তরুণী তাঁকে রাজৌরি গার্ডেনে দেখা করতে বলেছিলেন। সেই মতো তিনি হাজির হন। তারপর ওই তরুণী তাঁকে নিয়ে যান একটি পানশালায়। নিজের জন্য কয়েকটি পানীয়র অর্ডার করেন। কিন্তু বিল আসতেই চক্ষু চড়কগাছ। নিজের পকেট থেকে ১৫,৮৮৬ টাকা মেটাতে হয় সাংবাদিককে।
advertisement
দিল্লির ওই সাংবাদিকের নাম অর্চিত গুপ্তা। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘তিনি বিল মিটিয়ে দিতেই ওই তরুণী আর এক মুহূর্ত দাঁড়াননি। ‘ভাইয়ের সঙ্গে যাচ্ছি’ বলে বেড়িয়ে যান। ফোন করলে ‘নট রিচেবল’ বলছে’। তখন ওই সাংবাদিক বুঝতে পারেন, তিনি প্রেমের নয়, প্রতারকের খপ্পরে পড়েছিলেন।
আরও পড়ুন- ‘হবু বউকে কন্ট্রোলে রেখো’, সৌম্যকে উপদেশ সৌরভের, শুনে কী বললেন সন্দীপ্তা?
আরও পড়ুন- নায়ক না নায়িকা? ফ্রক পরা এই খুদে বিখ্যাত পরিবারের সন্তান! কাঁপাচ্ছে টলিউডও, বলুন তো কে এই তারকা?
এক্স প্ল্যাটফর্মে তিনি আরও লিখেছেন, ‘ঘটনার তারিখ – ১০.১১.২০২৩। আমার ২৫ বছর বয়স, অবিবাহিত। ভাবলাম বাম্বলে গিয়ে দেখি, আমার মতো সত্যিকারের কেউ আছে কি না। একটা মেয়ের সঙ্গে আলাপ হল। দুজনে রাজৌরি গার্ডেনের রেস লাউঞ্জ অ্যান্ড বারে গিয়েছিলাম। সে কয়েকটি পানীয় অর্ডার করল। কিন্তু তার ১৫,৮৮৬ টাকার বিল! আমার তো মাথায় হাত। বুঝতে পারলাম, এটা প্রতারণা। আমার মতো অনেকেই এমন প্রতারণার শিকার হয়েছেন’। এরপর তিনি দিল্লি পুলিশকে ট্যাগ করে লেখেন, ‘দয়া করে ব্যবস্থা নিন’।
শুধু রাজধানী দিল্লিতে নয়, অন্যান্য রাজ্যেও এমন ঘটনা আকছার ঘটছে। দিল্লির সাংবাদিকের ওই পোস্টে একজন কমেন্ট করেছেন, ‘এমন ঘটনা হামেশাই হয়। আমিও এই নিয়ে অনেক পোস্ট করেছি’। আরেক এক্স ইউজার লিখেছেন, ‘এটা ভয়ঙ্কর, তবে চমকে ওঠার মতো ঘটনা নয়। রাজধানীর হটস্পটগুলি দিল্লি পুলিশ এবং ডিসিপি ওয়েস্ট দিল্লির দেখা উচিত। প্রেমের জালে ফাঁসিয়ে অনেককেই লুটেছে এবং এখনও এই কাজ চলছে’।