বাঁকুড়া সমবায় ব্যাঙ্কে দুটি অ্যাকাউন্ট রয়েছে দেবলীনার । রাণিবাঁধের অ্যাকাউন্টটিতে রয়েছে ১৭১৯ টাকা। অন্য গিকে খাতডড়ার অ্যাকাউন্টটিতে রয়েছে ৭৩৮ টাকা। হাতে নগদ রয়েছে হাজার পাঁচেক টাকার।
দেবলীনা হেমব্রেমের বিমার পরিমাণ ৩৮ হাজার টাকার কিছু বেশি। এই টাকা তিনি রেখেছেন ডাকঘরে। ৯৪ হাজার টাকা মূল্যের সোনার গয়না রয়েছে তাঁর হাতে। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৩৯ হাজার ৭৩৭ টাকা। দেবোলীনা নিজের বাড়িতেই থাকেন। খুব সামান্যই চাষযোগ্য জমি রয়েছে তাঁর, জমিটির বাজারদর দেড় লক্ষ টাকা।
advertisement
১৯৯৬, ২০০৬, ২০১১-তিনবার রাণিবাঁধে বিধায়ক নির্বাচিত হন দেবলীনা। যদিও রথ থামে ২০১৬ সালে। কিন্তু এ কথাও স্বীকার করতে হবে ব্রিগেডে তাঁর সহজিয়া ম্যানারিজম বারংবার দলকে অক্সিজেন দিয়েছে। শেষ সংযুক্তা মোর্চার ব্রিগেডেও দেবলীনা হেমব্রেমের ঝোড়ো বক্তব্য ভোকাল টনিকের কাজ করেছিল। রীতিমতো ভাইরাল পড়ন্ত বেলায় তাঁর ঝাঁঝালো কথা। ভোট টানতে তাই সিপিএম এবারেও ভরসা রেখেছ তারই উপর। অগ্নিপরীক্ষার আগে হাতে রয়েছে আর ছয়দিন। এখন দেখার দেবলীনা হেমব্রেম করিশ্মা কতটা এগিয়ে দিতে পারে দলকে।