TRENDING:

Jagdip Dhankhar: ধনখড়ের ‘গান্ধিগিরি’, বিতর্কের মাঝেই জন্মদিনে তৃণমূল সাংসদকে ফোন, নৈশভোজেও নিমন্ত্রণ

Last Updated:

শীতকালীন অধিবেশনে কক্ষের বাইরে ‘মক পার্লামেন্ট’ করছিলেন সাসপেন্ডেড বিরোধী সাংসদেরা৷ সেখানেই রাজ্যসভার চেয়ারপার্সনের ‘নকল’ করে বিতর্ক বাঁধিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ সেই ভিডিও শ্যুট করেছিলেন স্বয়ং রাহুল গান্ধি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: এই তো গত মাসের কথা৷ সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন গান্ধিমূর্তির মক পার্লামেন্ট চলাকালীন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ‘নকল’ করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে৷ এবার সেই তৃণমূল সাংসদেরই জন্মদিনে ফোন করে তাঁকে ‘শুভ জন্মদিন’জানালেন ধনখড়৷ পাশাপাশি, সাংসদকে সপরিবার নিজের ভবনে নৈশভোজে আমন্ত্রণও জানালেন তিনি৷
advertisement

উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধরনখড় যে তাঁকে ফোন করেছিলেন, তা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন কল্যাণ মুখোপাধ্যায়৷ পোস্টে তিনি লিখেছেন, ‘আমার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সম্মানীয় উপ রাষ্ট্রপতিকে ধন্যবাদ৷ আমি আপ্লুত, যে উনি নিজে আমায় ফোন করেছিলেন৷ আমার স্ত্রী ও আমার গোটা পরিবারের সদস্যদের সঙ্গেই কথা বলেছেন, আশীর্বাদ করেছেন৷ আমার স্ত্রী ও আমাকে তাঁর দিল্লির বাড়িতে নৈশভোজে আমন্ত্রণও জানিয়েছেন তিনি৷’

advertisement

আরও পড়ুন: হাজার হাজার টাকায় ‘রক্ত বিক্রি’ আর নয়! নেওয়া যাবে না বাড়তি টাকা, আগে জানুন নয়া নিয়ম

শীতকালীন অধিবেশনে কক্ষের বাইরে ‘মক পার্লামেন্ট’ করছিলেন সাসপেন্ডেড বিরোধী সাংসদেরা৷ সেখানেই রাজ্যসভার চেয়ারপার্সনের ‘নকল’ করে বিতর্ক বাঁধিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ সেই ভিডিও শ্যুট করেছিলেন স্বয়ং রাহুল গান্ধি৷

বিষয়টি নিয়ে পরে চূড়ান্ত সমালোচনা করেন বিজেপি সাংসদেরা৷ সেই সময় অবশ্য এই ‘নকল’ করার বিষয়টিকে ‘আর্ট ফর্ম’ বলেছিলেন কল্যাণ৷ স্পষ্ট জানিয়েছিলেন, এই কাজ করার তাঁর ‘মৌলিক অধিকার’ রয়েছে৷

advertisement

আরও পড়ুন: হাজার হাজার টাকায় ‘রক্ত বিক্রি’ আর নয়! নেওয়া যাবে না বাড়তি টাকা, আগে জানুন নয়া নিয়ম

সেরা ভিডিও

আরও দেখুন
হাতেকলমে 'অন্নদাতার' পাঠ, ভাতের থালার পেছনের ১২০ দিনের লড়াই দেখল পড়ুয়ারা
আরও দেখুন

তবে বিষয়টিতে খুব একটা সন্তুষ্ট হননি ধনখড়৷ জানিয়েছিলেন, ‘সমস্ত অপমান সত্ত্বেও নিজের কর্মপথে অবিচল থাকা উচিত৷’

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Jagdip Dhankhar: ধনখড়ের ‘গান্ধিগিরি’, বিতর্কের মাঝেই জন্মদিনে তৃণমূল সাংসদকে ফোন, নৈশভোজেও নিমন্ত্রণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল