শুক্রবার রাতে প্যারিসে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেন বৌদ্ধ ধর্মগুরু। সন্ত্রাসবাদ সম্পর্কে তাঁর মত, বৌদ্ধধর্মের আঁতুরঘর ভারত। ধর্মীয় সহিষ্ণুতা সময়ের দাবি। নিজের দেশে আগে তৈরি করতে হবে শান্তির পরিবেশ। সহিষ্ণুতা ছড়িয়ে দিতে হবে নিজের ঘরে। শিক্ষাঙ্গন থেকেই সে কাজ শুরু করতে হবে। বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা আরও বলেন, !ধর্মীয় সহিষ্ণুতা মানে শুধু অন্যান্য ধর্মকে সম্মান করাই নয়, জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে সম্মান দেওয়া। দলাই লামার মন্তব্যে স্বভাবতই অস্বস্তিতে বিজেপি।‘ওঁর মন্তব্য অজ্ঞতার ফসল’, দলাই লামার মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্যুইট করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মমাণ্যম স্বামী। অন্যদিকে, দলাই লামার বক্তব্যকে স্বাগত জানাল কংগ্রেস, জেডিইউ, এনসিপি।জেডিইউ নেতা কে.সি.ত্যাগি বলেন, উগ্রত্ববাদী শক্তিগুলিকে মুখের মত জবাব দিয়েছেন দলাই লামা।‘বিহারে শান্তি জয়ী হয়েছে,দলাই লামার মন্তব্য তারই প্রমাণ’,মন্তব্য কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতের। দলাই লামার বক্তব্য দেশ জোড়া ‘অসহিষ্ণুতা বিতর্ক’ নতুন মাত্রা সংযোজন করল।
advertisement
প্রতিবেদন- এলিনা দত্ত