অগ্নিমন্দিরে প্রার্থনা সেরে মুম্বই ফেরার পথে গাড়ি চালাচ্ছিলেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নামী স্ত্রীরোগ বিশেষজ্ঞ তথা দারিয়ুসের স্ত্রী অনাহিতা পন্ডোলে ৷ তাঁর পাশের আসনে ছিলেন দারায়ুস ৷ দু’জনেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ গাড়ির পিছনের আসনে ছিলেন সাইরাস এবং দারায়ুসের ভাই জাহাঙ্গির ৷ দু’জনেই প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায় ৷
আরও পড়ুন : দীর্ঘ দেড় বছর পর হাওড়া স্টেশনে আজ থেকে ফের খুলছে ফুড প্লাজা
advertisement
প্রসঙ্গত দেশের বণিক মহলে পন্ডোলে পরিবারও যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ ৬০ বছর বয়সি দারায়ুস হলেন মুম্বইয়ের জেএম ফিনান্সিয়াল প্রাইভেট ইক্যুইটির ম্যানেজিং ডিরেক্টর ৷ টাটা গোষ্ঠীর ডিরেক্টর পদেও ছিলেন তিনি ৷ টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সাইরাসের অপসারণের পর দারায়ুসও পদত্যাগ করেন ৷ এই পন্ডোলে পরিবারই ছিল ঠান্ডা পানীয় ‘ডিউকস’-এর কর্ণধার ৷ ২০ বছর আগে সংস্থার সত্ত্ব তারা বিক্রি করে দেয় পেপসি-র কাছে ৷ পন্ডোলে পরিবারের বধূ অনাহিতাও স্বমহিমায় উজ্জ্বল ৷ ৫৫ বছর বয়সি এই নামী চিকিৎসক যুক্ত ছিলেন বেআইনি হোর্ডিং অপসারণ কর্মকাণ্ডের সঙ্গেও ৷ পাশাপাশি তিনি ‘জীয়ো পার্সি’ প্রকল্পেরও অন্যতম মুখ ৷ এই সম্প্রদায়ের ক্ষয়িষ্ণুমান ধারা বাঁচিয়ে রাখতে তিনি উদ্যোগী ৷
আরও পড়ুন : উত্তরাখণ্ডে ফের ভয়াবহ ধস, আটকে বাংলার পর্যটকেরা! মৃত্যু ট্রেকারের
পুলিশ সূত্রে জানা গিয়েছে মুম্বই থেকে ১০০ কিমি দূরে পালঘর এলাকায় দ্রুতগতিতে ছুটে আসার জেরেই দুর্ঘটনা ঘটে ৷ তবে প্রাথমিক এই রিপোর্টের পাশাপাশি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে ৷ খতিয়ে দেখা হবে দুর্ঘটনাস্থল ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ ৷