তার আগেই মুম্বইয়ের সমুদ্রতটে তীব্র জলোচ্ছ্বাস শুরু হয়েছে। মুম্বইয়ের ভারসোভা বিচে একের পর এক ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে৷ আবহবিদরা বলছেন পূর্ণিমার কোটালের সঙ্গে ঘূর্ণিঝড়ের সময় যদি মিলে যায়, তাহলে আর সমস্যার শেষ থাকবে না মুম্বই নগরীর৷ আপাতত সকাল থেকেই শুরু হয়েছে ঝড়বৃষ্টির দাপট৷ প্রায় ৬ ফুট উঁচু হতে পারে ঢেউ, এমনই জানানো হয়েছে৷ গর্জে উঠছে মুম্বইয়ের সমুদ্র৷ দেখুন সেই ভিডিও৷
advertisement
ইতিমধ্যেই রত্নগিরিতে শুরু হয়েছে ভয়ঙ্কর ঝড়৷ সঙ্গে ভারী বৃষ্টিও চলছে৷ কিছুদিন আগেই আমফানের দাপটে তছনছ হয়েছে বাংলা ও ওড়িশা৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর৷ তাই রীতিমত আতঙ্কে রয়েছে মুম্বই ও সংলগ্ন এলাকা৷
নিসর্গ মোকাবিলায় সবরকম ভাবে তৈরি হয়েছে মহারাষ্ট্র৷ বিপদ এড়াতে মানুষজনকে বাড়িতেই থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হতে পারে৷ ফলে জলের সমস্যাও হতে পারে৷ তাই স্থানীয় মানুষকে আগাম তৈরি থাকতে বলেছেন তিনি৷ তৈরি রয়েছে সেনাবাহিনী৷ প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনীও৷