ঝড়ের প্রভাব পড়বে মুম্বই, থানে ও অন্যান্য উপকূলবর্তী জেলা যেমন রায়গড়, পালঘর, গুজরাতের ভালসাদ, সুরাত, নবসারি, ভাবনাগর ও ভারুচে৷ কেন্দ্রশাসিত দাদরা ও নগরহাভেলি, দমন-দিও-তেও ঝড়ের প্রভাব পড়বে৷
নিসর্গের ল্যান্ডফল হওয়া পর্যন্ত ভারী বৃষ্টি চলছেই মুম্বই ও মহারাষ্ট্রের অন্যান্য শহরগুলিতে৷ ভারতীয় হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৬ ঘণ্টায় ওই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে৷
ইতিমধ্যেই মহারাষ্ট্র ও গুজরাতের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দমন-দিও ও দাদরা-নগরহাভেলির প্রশাসনের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী৷
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪০টি টিম মহারাষ্ট্র, গুজরাত, দাদরা-নগর হাভেলি ও দমন-দিও-তে মোতায়েন করা হয়েছে৷ ভারতীয় সেনা, নেভি ও বায়ুসেনা উদ্ধারকাজের সরঞ্জাম ও ত্রাণ নিয়ে তৈরি৷
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যবাসীকে ভিডিও বার্তায় জানিয়েছেন, দুদিন বাড়ির বাইরে না বেরতে৷ বাড়িতেই থাকতে৷ এছাড়াও কী করতে হবে আর কী করতে হবে না, রাজ্য সরকারের তরফে মেসেজ করে রাজ্যবাসীদের জানানো হয়েছে৷