TRENDING:

Cyclone Biparjoy: সমুদ্রের ঢেউ মানছে না বাঁধ, মুম্বই বিমানবন্দরে প্লেন ওঠা নামা ঘিরে অনিশ্চয়তা, রইল ভিডিও

Last Updated:

Cyclone Alert: কচ্ছ, জামনগর, মৌরবী, গির, সোমনাথ, পোরবন্দর এবং দেবভূমি দ্বারকায় এই সাইক্লোনের প্রভাব মারাত্মক ভাবে পড়তে চলেছে৷ রইল মুম্বইয়ে অবস্থার ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: প্রবল সাইক্লোনিক তুফান বিপর্যয় কচ্ছ ও পাকিস্তানের করাচির দিকে ১৫ জুন নাগাদ পোঁছবে৷ তার আগেই সমুদ্রের ওপর ক্রমশই শক্তিবৃদ্ধি করে প্রবল আকার নিচ্ছে এই সাইক্লোন৷ এনডিআরএফ, এসডিআরএফের দল ইতিমধ্যেই উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে৷ পাশাপাশি যেখানে এই প্রবল ঝড়ের ল্যান্ডফল হবে সেই ছয় জেলায় আপদকালীন শেল্টার তৈরি করা হয়েছে৷
সাইক্লোন বিপর্যয়ের তীব্রতা মাথায় রেখে ইতিমধ্যেই মুম্বইয়ে ল্যান্ড করবে এমন একাধিক ফ্লাইটের ল্যান্ডিং বদলে দেওয়া হচ্ছে৷
সাইক্লোন বিপর্যয়ের তীব্রতা মাথায় রেখে ইতিমধ্যেই মুম্বইয়ে ল্যান্ড করবে এমন একাধিক ফ্লাইটের ল্যান্ডিং বদলে দেওয়া হচ্ছে৷
advertisement

তবে সঠিকভাবে কোথায় এই সাইক্লোন বিপর্যয় কোথায় ধাক্কা খাবে সেই বিষয়ে এখনও পরিষ্কার ভাবে কোনও পরিস্থিতি জানা যায়নি৷ তার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে৷ ১৩ থেকে ১৫ তারিখ অবধি ১৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইবে৷ পাশাপাশি প্রবল বৃষ্টি হবে৷ কচ্ছ, জামনগর, মৌরবী, গির, সোমনাথ, পোরবন্দর এবং দেবভূমি দ্বারকায় এই সাইক্লোনের প্রভাব মারাত্মক ভাবে পড়তে চলেছে৷

advertisement

Watch:  Cyclone Biparjoy Live

রইল মুম্বইয়ে অবস্থার ভিডিও

advertisement

advertisement

গুজরাতে সাইক্লোনিক স্টর্ম বিপর্যয় ধাক্কা মারলে সমুদ্রের ঢেউ ২-৩ মিটার অবধি হতে পারে৷ ফলে মানুষের ঘরবাড়ি বড় ক্ষতির মুখে পড়তে পারে৷ গাছপালা, শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে সাইক্লোন বিপর্যয় থেকে৷

advertisement

আরও পড়ুন –  Weather Alert: দিনের বিভিন্ন সময়ে ঝেঁপে বৃষ্টি, তিন জেলায় জারি অ্যালার্ট, রইল আজকের ওয়েদার আপডেট

বিপর্যয় ইতিমধ্যেই অতি গভীর সাইক্লোনে পরিণত হয়েছে৷ শক্তির হিসেবে ইতিমধ্যেই সাইক্লোনের দ্বিতীয় ক্যাটাগরিতে পড়ছে৷ রবিবার সন্ধ্যায় এই ঝড় মুম্বইয়ের থেকে ৫৪০ কিমি পশ্চিমে অবস্থিত রয়েছে৷ ১৪ জুন অবধি এটি উত্তরের দিকেই এগোনর সম্ভাবনা রয়েছে৷

১৫ জুন দুপুরে মান্ডবী ও পাকিস্তানের করাচি পার করবে৷ এই সময়েই গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছও পার করবে সাইক্লোন বিপর্যয়৷

সাইক্লোন বিপর্যয়ের তীব্রতা মাথায় রেখে ইতিমধ্যেই মুম্বইয়ে ল্যান্ড করবে এমন একাধিক ফ্লাইটের ল্যান্ডিং বদলে দেওয়া হচ্ছে৷ যে সব প্লেন ল্যান্ডও করছে তাও অনেক লেট করে ল্যান্ড করছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মৌসমবিভাগ জানিয়েছে পূর্ব মধ্য আরব সাগরের ওপর সক্রিয় বিপর্যয় রবিবার বিকেল সাড়ে চারটে অবধি ৮ কিমি প্রতি ঘণ্টা গতিতেত উত্তর পূর্বের দিকে এগিয়ে গেছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Cyclone Biparjoy: সমুদ্রের ঢেউ মানছে না বাঁধ, মুম্বই বিমানবন্দরে প্লেন ওঠা নামা ঘিরে অনিশ্চয়তা, রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল