লঞ্চ হওয়ার কয়েকদিনের মধ্যেই সাইবার হ্যাকারদের নজরে নতুন এই অ্যাপ ৷ ইতিমধ্যেই অ্যাপটির অপব্যবহার করা শুরু করে দিয়েছে হ্যাকাররা ৷ জানা গিয়েছে, সম্প্রতি কানপুরের এক ট্রান্সপোর্টারের অ্যাকাউন্ট থেকে এক লাখেরও বেশি টাকা চুরি গিয়েছে ৷ আফতাব নামে ওই ব্যক্তির অ্যাক্সিস ব্যাঙ্কে একটি জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে ৷ আফতাব জানিয়েছেন, সম্প্রতি তিনি মোবাইলে নেট ব্যাঙ্কিং অ্যাক্টিভেট করেছিলেন ৷ শনিবার ওনার মোবাইলে ৫০০০ টাকার তোলার একটি ম্যাসেজ আসে এবং তারপর তার ফোন নম্বর বন্ধ হয়ে যায় ৷
advertisement
সোমবার ব্যাঙ্কে গিয়ে পাসবুক আপডেট করতে গিয়ে হতবাক হয়ে যান তিনি ৷ কারণ পাসবুকে দেখা যায় যে তার অ্যাকাউন্ট থেকে ১০৫০০০ টাকা তোলা হয়েছে ৷ দেখা যায় ভীম অ্যাপের মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে ৯ বার টাকা তোলা হয়েছে ৷ সেই সময় তার সিম বন্ধ ছিল বলে জানিয়েছেন তিনি ৷
এরপর থানায় অভিযোগে জানালে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ টেলিকম কোম্পানিকে এই বিষয়ে জানানো হলে জানা যায় শনিবার তার সিম বন্ধ করে ওই নম্বরের অন্য একটি সিম বেনারসে অ্যাক্টিভেট করা হয় ৷ এরপর সেখান থেকে কোনও ফোন করা হয়নি ৷ কেবল মেসেজের জন্য তা ব্যবহার করা হয় ৷
বিশেষজ্ঞদের মতে আগামী দিনে সাইবার ক্রাইম আরও সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে ৷ তাই সাইবার হ্যাকারদের হাত থেকে বাঁচতে আরও সতর্ক হতে হবে গ্রাহকদের ৷