শনিবার সকালে খাজাউলি-জয়নগর-দ্বারভাঙ্গা রেল সেকশনের খাজাউলি রেলওয়ে স্টেশনের সামনে আউটার সিগন্যালের কাছে রেলওয়ের হাইটেনশন তার ছিঁড়ে যাওয়ায় জয়নগর-মণিহারি জানকি এক্সপ্রেস ট্রেনটি প্রায় তিন ঘণ্টা ৪০ মিনিট আটকে ছিল। বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় এই রুটে চলে এমন অনেক ট্রেন দেরিতে চলছে, যার ফলে খাজাউলি রেলস্টেশনে বসে থাকা যাত্রীদের অনেক সমস্যায় পড়তে হয়। ট্রেন দেরিতে আসায় কারও কাজে দেরি হয়, আবার কেউ বাসে করে ঘটনাস্থলে পৌঁছয়।
advertisement
ট্রেন চলাচল বন্ধ রাখার কারণ খুবই অদ্ভুত। নিজেদের মধ্যে লড়াই করতে করতে দুটি কাক হাইটেনশন তারের সংস্পর্শে আসে, যার ফলে আউটার সিগন্যালের বিশেষ অংশ ভেঙে যায়, তার ছিঁড়ে নীচে পড়ে যায়। এতে রেলওয়ে বিদ্যুৎ না পাওয়ায় জানকি এক্সপ্রেস সেখানেই থেমে যায়। লোকো পাইলট ইমার্জেন্সি ব্রেক প্রয়োগ কষে ট্রেনটি থামিয়ে দেন, এতে যাত্রীরা নিরাপদেই ছিলেন।
খবর পেয়ে সাকরি থেকে আসা টিআরডি টিম ভাঙা পোল মেরামত করে। এরপর সকাল ৮ঃ৪০ মিনিটে ৩ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে মণিহারির উদ্দেশে ছেড়ে যায়। রেল দফতরের এক ট্রাফিক ইন্সপেক্টর জানিয়েছেন, হাইটেনশন তারের ব্র্যাকেট ভেঙে যাওয়ায় ভোর ৫ঃ১০ মিনিট থেকে ৮ঃ৪০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বিঘ্নিত হয়।