TRENDING:

দেশ কি করোনামুক্ত? একাই চিনকে টপকে যাওয়া মহারাষ্ট্রের মেরিন ড্রাইভে থিকথিক করছে ভিড়!

Last Updated:

আনলক পর্ব শুরু হতেই মেরিন ড্রাইভে ঘুরতে বেড়িয়ে পড়লেন শয়ে শয়ে মানুষ । থিকথিকে ভিড় দেখলে মনে হবে কোনও মেলা বসেছে বোধহয় ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মু্ম্বই: দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লকডাউনের দু’মাস অতিক্রান্ত হওয়ার পরেও দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যায়নি। এর মধ্যেই আবার শুরু হয়ে গিয়েছে আনলক প্রথম পর্ব । তাতে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে দেশের বিভিন্ন রাজ্য ৷ কিন্তু তার মধ্যেই প্রতি দিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে দেশ। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
advertisement

তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের । করোনা মহামারি প্রতিদিনই আরও মারাত্মক আকার ধারণ করছে এখানে ৷ আক্রান্তের নিরিখে চিনকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র ৷ শুধু তাই নয়, করোনায় মৃত্যুর সংখ্যার দিক দিয়ে পাকিস্তানকে টপকে গিয়েছে এই রাজ্য । ৮২,৯৬৮ জন করোনা আক্রান্ত এখানে । গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩,০০৭ জন । মৃত ২,৯৬৯ জন । গোটা রাজ্যে ২৫৫০-র বেশি পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তার মধ্যে ৩৩ জনের প্রাণ গিয়েছে ৷

advertisement

কিন্তু মহারাষ্ট্রের ছবি দেখলে কেউ সেটা বলবে না । ছবি দেখে মনে হচ্ছে দেশ করোনামুক্ত হয়ে গিয়েছে । আনলক পর্ব শুরু হতেই মেরিন ড্রাইভে ঘুরতে বেড়িয়ে পড়লেন শয়ে শয়ে মানুষ । থিকথিকে ভিড় দেখলে মনে হবে কোনও মেলা বসেছে বোধহয় । কেউ করছেন সাইক্লিং, কেউ জগিং, কেউ হাঁটছেন, কেউ হাওয়া খাচ্ছেন । সকলেই শরীরচর্চা করে স্বাস্থ্য ভাল রাখতে চলে এসেছেন ঘরের বাইরে । অথচ একে অপরের মধ্যের নূন্যতম সামাজিক দূরত্ব মেনে চলছেন না কেউ ।

advertisement

মেরিন ড্রাইভের এই দৃশ্য দেখে নেটিজেনরা মশকরা করতে ছাড়েননি । কেউ লিখেছে, ‘যখন ২০০ জন আক্রান্ত ছিল, তখন সকলে ঘরে ছিলেন । এখনন ২ লাখ আক্রান্ত, আর সকলেই ঘরের বাইরে । ’ কেউ আবার মেরিন ড্রাইভকে কটাক্ষ করে ‘করোনা ড্রাইভ’ও বলেছেন ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
দেশ কি করোনামুক্ত? একাই চিনকে টপকে যাওয়া মহারাষ্ট্রের মেরিন ড্রাইভে থিকথিক করছে ভিড়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল