বিজেপি-র অভিযোগ, উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনা জনমতকে অপমান করছে৷ এ দিন কংগ্রেসের বিষয়ে নিজেদের অবস্থান নরমের বার্তাই দেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত৷ জানান, আদর্শগত ভাবে কংগ্রেসের সঙ্গে পার্থক্য থাকলেও, কংগ্রেসকে শিবসেনা শত্রু মনে করে না৷ একই সঙ্গে বিদায়ী মুখ্যমন্ত্রী বিজেপি-র দেবেন্দ্র ফড়নবীশকে কটাক্ষ করে সঞ্জয় রাউত বলেন, ফড়নবীশ ভয়ের রাজনীতি করছে৷ এমনকী এই গোটা অচলাবস্থার জন্য ফড়নবীশকে জার্মান শাসক অ্যাডল্ফ হিটলারের সঙ্গেও তুলনা করেন তিনি৷
advertisement
মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাটিল বলেন, 'শিবসেনার সঙ্গে জোট গড়ে মানুষের সমর্থন আমাদের সঙ্গে থাকলেও, আমরা সরকার গড়ব না৷' এনসিপি নেতা জিতেন্দ্র আহওয়াদের কথায়, 'মহারাষ্ট্র কর্নাটক বা গোটা নয়, যে খানে বিজেপি ঘোড়া কেনাবেচায় লিপ্ত হতে পারবে৷ মাহারাষ্ট্রে রাজনৈতিক নীতি খুবই শক্তিশালী৷ তবে আমি মনে করি না, শিবসেনার সঙ্গে আমরা জোটে যাবো৷ দেখা যাক, কী হয়৷'
কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমের কথায়, 'শিবসেনার সঙ্গে জোটে যাওয়া উচিত হবে না কংগ্রেসের৷ আমাদের দলের কিছু নেতা চান, শিবসেনার সঙ্গে জোট হোক৷ এতে হয়তো, কংগ্রেস সাময়িক ভাবে লাভবান হবে, কিন্তু ভবিষ্যত্ সুখের হবে না৷' একই সঙ্গে তিনি জানান, মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন নিয়ে কংগ্রেসের ভয় পাওয়া উচিত নয়৷
মহারাষ্ট্র ভোটে ১৮৮ আসনের মধ্যে ১০৫টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ বিজেপি৷ শিবসেনা পেয়েছে ৫৬টি আসন৷ সূত্রের খবর, সরকারে শিবসেনার ৫০-৫০ ভাগে রাজি বিজেপি৷ কিন্তু গোল বাঁধছে মুখ্যমন্ত্রী পদ নিয়ে৷ ওি পদেও শিবসেনা চাইছে ৫০-৫০৷ বিজেপি তা মানতে রাজি নয়৷ ইতিমধ্যে এনসিপি-র সঙ্গে কথা বলেছে শিবসেনা৷ যদিও কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গে দেখা করার পর এনসিপি প্রধান শারদ পাওয়ার জানিয়ে দিয়েছেন, তাঁরা শিবসেনার সঙ্গে জোটে রাজি নন৷ কংগ্রেসের সঙ্গে বিরোধী আসনেই থাকবেন৷ কংগ্রেস ও এনসিপি জোট দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবে মহারাষ্ট্রে৷