TRENDING:

Crocodiles in Haridwar: পুকুর, নর্দমা থেকে বাড়ির বাথরুমে থিকথিক করছে বানভাসি কুমির! তটস্থ হরিদ্বারবাসী

Last Updated:

Crocodiles in Haridwar: নদীর জলে ভেসে এসেছে অসংখ্য কুমির৷ তারা বিচরণ করছে প্লাবিত লোকালয়ে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অতি বৃষ্টির প্লাবন তো ছিলই৷ সঙ্গে যোগ হয়েছে কুমিরের উপদ্রব৷ উত্তরাখণ্ডের হরিদ্বারের বাসিন্দাদের এখন শিরে সংক্রান্তি৷ জেলার লকসর এবং খানপুর এলাকায় বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছে গঙ্গা এবং তার শাখানদী ও উপনদীর জলে৷ নদীর জলে ভেসে এসেছে অসংখ্য কুমির৷ তারা বিচরণ করছে প্লাবিত লোকালয়ে৷ বড় নদীর কুমিরদের হরদম দেখা মিলছে বনগঙ্গা এবং সোনালি নদীর জলে৷ স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছচ্ছে বন দফতরের কর্মীরা৷ তাঁরা প্লাবিত এলাকা থেকে কুমিরদের ধরে ফের ফিরিয়ে দিচ্ছেন বড় নদীতে৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

বন দফতরের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত প্রায় এক ডজন কুমির ধরা হয়েছে গঙ্গা সংলগ্ন হরিদ্বারের জনবহুল এলাকা থেকে৷ লকসর এবং খানপুর এলাকায় ২৫ জন বনকর্মীর বিশেষ দল নিয়োগ করা হয়েছে কুমির ধরার জন্য৷ তাঁরা কাজ করছেন দিনভর৷

গত সপ্তাহে প্রবল বর্ষণে গঙ্গার জলস্তর বেড়ে গিয়ে প্লাবিত হয়ে গিয়েছে লকসর এবং খানপুর অঞ্চল৷ সোনালি নদীতে বাঁধের একাংশে ফাটল ধরে আরও বিপজ্জনক হয়েছে পরিস্থিতি৷ গত সপ্তাহে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী প্লাবিত গ্রামগুলি পরিদর্শন করেন৷ লকসরের কিছু এলাকায় সোমবার জলস্তর নেমে গিয়েছে৷ কিন্তু মঙ্গলবার ফের ভারী বৃষ্টি হওয়ায় নতুন করে প্লাবিত হয় কিছু এলাকা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

স্থানীয় বাসিন্দা অমিত গিরি জানিয়েছেন খানপুরের খেদিকালান গ্রামে একজনের বাড়ির বাথরুমে আশ্রয় নেয় একটি বানভাসি কুমির৷ বন দফতরের কর্মীরা সরীসৃপটিকে উদ্ধার করে ফেরত পাঠায় নদীতে৷ বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন জল কমার সঙ্গে সঙ্গে অনেক কুমির ফিরে গিয়েছে মূল বড় নদীতে তাদের পুরনো অঞ্চলে৷ তবে কিছু কুমির এখনও রয়ে গিয়েছে লোকালয়েই৷ বনগঙ্গা ও সোনালি নদী বেয়ে আসা এই কুমিরের দল তাদের নতুন ঠিকানা করেছে গ্রামের পুকুর এবং বড় নর্দমাগুলিকে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Crocodiles in Haridwar: পুকুর, নর্দমা থেকে বাড়ির বাথরুমে থিকথিক করছে বানভাসি কুমির! তটস্থ হরিদ্বারবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল