ঘটনার পর পোষ্য মালিক রাশী পুজারি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। বেঙ্গালুরু পুলিশ ভারতীয় ন্যায় সনহিতা (Bharatiya Nyaya Sanhita)-র ধারা ৩২৫ অনুযায়ী এফআইআর নথিভুক্ত করেছে, যা ইচ্ছাকৃতভাবে প্রাণীকে আঘাত বা হত্যা করাকে অপরাধ বলে গণ্য করে। অভিযুক্ত গৃহকর্মী পুষ্পলতা বর্তমানে পলাতক, তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ লক্ষ্মীর ভান্ডার আবেদন নিয়ে কাঞ্চন মল্লিকের স্ত্রীকে আক্রমণ সুকান্তর, ‘তখন বিয়ে হয়নি’ জবাব শ্রীময়ীর
advertisement
রাশী পুজারি জানান, প্রায় দেড় মাস আগে তিনি পুষ্পলতাকে বাড়ির কাজ ও পোষ্যদের দেখভালের জন্য ২৩,০০০ টাকা মাসিক বেতনে কাজ শুরু করেন। সেই গৃহকর্মীই তাঁর কুকুরছানাকে হত্যা করেছেন। অভিযোগ, পুষ্পলতা বাড়ি থেকে একটি সোনার চেন, হিরে ও সোনার আঙটিও চুরি করেছেন।
ঘটনার সিসিটিভি-র ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। ফুটেজে দেখা যায়, পুষ্পলতা লিফটের ভিতর কুকুরছানাটিকে জোরে ছুড়ে ফেলছেন, তারপর তার নিথর দেহটিকে টেনে নিয়ে বেরিয়ে যাচ্ছেন।
প্রাথমিকভাবে তিনি রাশী পুজারিকে জানান যে, “কুকুরটি হঠাৎই মারা গেছে।” কিন্তু সিসিটিভি ফুটেজে আসল ঘটনা প্রকাশ পেতেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। বর্তমানে বেঙ্গালুরু পুলিশ অভিযুক্ত গৃহকর্মীর খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুরো ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও পশুপ্রেমীদের মধ্যে।
