লখনউ: শিউরে ওঠার মতো ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। ১২ এবং ১৪ বছর বয়সি দুই নাবালিকা সৎবাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছে। দুই কিশোরীর দাবি, মাসের পর মাস ধরে নির্যাতন করা হচ্ছিল তাদের। সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই দুই নির্যাতিতা শুক্রবার ১০৯০ নম্বরে কল করে সাহায্য চায় এবং দাবি করে যে তাদের সৎবাবা কয়েক মাস ধরে নির্যাতন করেছেন তাদের।
advertisement
গোমতিনগর থানার ইনস্পেক্টর ব্রজেশ চন্দ্র তিওয়ারি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার ১০৯০ নম্বরে দুই কিশোরী ফোন করে জানায় তারা পালিয়ে এসেছে। তারা অভিযোগ করেছে যে তাদের সৎবাবা কয়েক মাস ধরে তাদের ধর্ষণ করেছে এবং তারা প্রতিরোধ করলে তাদের মারধর করত, পুলিশ জানিয়েছে।
ওই দুই কিশোরী আরও অভিযোগ করেছে, তাদের সৎবাবা প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত এবং তাদের যৌন নির্যাতন করত। দুই বোনের দাবি, তারা তাদের মাকে নির্যাতনের কথা জানিয়েছিল, কিন্তু তিনি তাদের অভিযোগকে খুব একটা পাত্তা দেননি, পরিবর্তে তাদের চুপ থাকার নির্দেশ দিয়েছিলেন।
আরও পড়ুন: ‘হাওড়া-শিয়ালদহ মেট্রো জুড়তে কেন এত বছর লেগে গেল?’ কলকাতায় ফিরেই এ কী বললেন দিলীপ ঘোষ
গোমতিনগর থানার পুলিশ অভিযোগ পাওয়ার পরেই একটি মামলা নথিভুক্ত করেছে এবং ৩৫ বছর বয়সী সৎ বাবাকে আটক করেছে। নির্যাতিতাদের শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাদের সৎবাবা ১০ বছর আগে তাদের নিজের বাবার হত্যার জন্য জেলে ছিলেন। মুক্তির পর, তিনি তাদের মায়ের ওই ব্যক্তিকেই বিয়ে করেন। বাবাকে খুনের জন্য জড়িত থাকায় দুই কিশোরী কখনও ওই ব্যক্তিকে মেনে নিতে পারেনি। জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্ত সৎবাবা অভিযোগগুলি অস্বীকার করে বলেছে তাকে ফাঁসানো হচ্ছে। পুলিশ এই ঘটনায় মাকেও জিজ্ঞাসাবাদ করছে।