জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান বলছে, করোনায় মৃত্যুতে চিনকেও ছাপিয়ে গেল ভারত। চিনে করোনার জেরে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৮ জন কিন্তু ভারতে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৪ হাজার ৭১১ জনে। আর আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। চিনে যেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ১০৬ জন, সেখানে ভারতে ১ লক্ষ ৬৫ হাজার ৩৮৬ জন।
advertisement
করোনাভাইরাসের প্রথম সংক্রমণ গত ডিসেম্বরে চিনের উহান শহরে ঘটেছিল। এরপর প্রাণঘাতী ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ৫৮ লাখেরও বেশি মানুষকে সংক্রমিত করেছে। বিশ্বব্যাপী সাড়ে ৩ লাখেরও বেশি মানুষের মৃত্যুর কারণ হয়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
ইরিমধ্যেই ১ লাখেরও বেশি প্রাণহানি ফলে মৃতের সংখ্যায় শীর্ষে আমেরিকা। সেখানে ১৭ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এরপরেই ব্রিটেন, ইতালি, ফ্রান্স, স্পেন, ব্রাজিল, বেলজিয়াম, মেক্সিকো, জার্মানি ও ইরানের অবস্থাও শোচনীয়। ভারত এখন কানাডা ও নেদারল্যান্ডসের পরে মৃতের সংখ্যায় ১৩তম স্থানে রয়েছে।