বিপিনের দাবি, তাঁর দাদা বৌদি যেখান থেকে স্কুটার ভাড়া নিয়েছিল, যে হোম স্টে-তে ছিল তাঁরা তাঁদের সব গতিবিধিই জানত৷ এমনকি, লোকাল একজন গাইডও নিয়েছিলেন ওঁরা৷ শেষবার নিখোঁজ হওয়ার আগে একটি ছোট কফির দোকানে দোকানদার মহিলাটির সঙ্গে ওদের বেশ তর্কাতর্কিও হয়৷
এই গোটা ঘটনার পিছনে এই স্থানীয়দের কোনও ভূমিকা নিশ্চই রয়েছে বলে বদ্ধমূল ধারণা রাজার ভাই বিপিনের৷ তাঁর দাবি, ওই এলাকার সব খাঁজখোঁজ, খাদ, জঙ্গল স্থানীয়দের চেনা৷ ওরা ইচ্ছে করেই তল্লাশি অভিযানের সময় বিভ্রান্ত করেছিল৷
advertisement
এখানেই শেষ নয়৷ এলাকায় নাকি একটি গ্যাং কাজ করে৷ তারা বাইরে থেকে আসা পুরুষদের মেরে ফেলে মেয়েদের অপহরণ করে নিয়ে যায়৷ এর আগের মাসেও ওই এলাকায় এক মহিলা গায়েব হয়ে গিয়েছিলেন বলে দাবি করেছেন বিপিন৷
বিপিনের দাবি, যারা তাঁর দাদাকে খুন করেছে, তারা তাঁর বৌদিকে অপহরণ করে নিয়ে গেছে৷ বৌদিকে ভালভাবে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি৷
বুধবার সোহরা অঞ্চলের মওকমা রোডের কাছে রক্তের দাগ ওয়ালা একটি রেইনকোট উদ্ধার করা হয়েছে৷ এটি সম্ভবত নিখোঁজ পর্যটক তথা রাজার স্ত্রী সোনম রঘুবংশীর বলে মনে করা হচ্ছে৷ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে রেনকোটটি।
ইস্ট খাসি হিলসের পুলিশ সুপার বিবেক সিয়েম বলেন, ‘‘আমরা একটা ভেজা রেইনকোট উদ্ধার করেছি। এতে কিছু দাগ আছে৷ তবে, আমরা নিশ্চিত করতে পারছি না যে এই দাগগুলো রক্তেরই কি না। একমাত্র ফরেন্সিক পরীক্ষার মাধ্যমেই তা বোঝা সম্ভব৷’’ যদিও বিবেক সিয়েম জানিয়েছিলেন, তাঁর মনে হয় না ঘটনার সাথে চা-য়ের দোকানের ওই বচসা বা স্থানীয়রা কোনও ভাবে জড়িত৷
উদ্ধার হওয়া রেইনকোটটি XXXL সাইজের৷ ঘটনার দিন ও আগের দিন থাকা ভিডিও ফুটেজের সঙ্গে তুলনা করে দেখা হচ্ছে সেটি সোনম রঘুবংশীর কি না। কর্তৃপক্ষ জানিয়েছেন, ভিজ্যুয়াল ম্যাচিং এবং ফরেনসিক বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হতে হবে৷ তাতে সময় লাগবে।