গত বছরের তুলনায় এ বছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউ দেশের দৈনিক মৃত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে। যা ভারতে উদ্বেগ বাড়াচ্ছে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২,৭৯৫ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৩১ হাজার ৮৯৫ জনের। আমেরিকা ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে রেকর্ড গড়েছে ভারত। তবে স্বস্তির খবর, দেশে কোভিড আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৫৯ লক্ষ ৪৭ হাজার ৬২৯ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৯৫ হাজার ৫২০ জন। দেশে সুস্থতার হার ৯২.১ শতাংশ। আর এখনও পর্যন্ত টিকাকারণ হয়েছে ২১ কোটি ৬০ লক্ষ ৪৬ হাজার ৬৩৮ জনের।
advertisement
দেশের মধ্যে মহারাষ্ট্র, কেরল, দিল্লি এবং কর্ণাটকের দৈনিক সংক্রমণ সবথেকে বেশি। সরকারি হিসেবে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লক্ষ ৪৬ হাজার ৮৯২ আর মৃত্যু হয়েছে ৯৫,৩৪৪ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫,০৭৭ জন আর মৃত্যু হয়েছে ৫০০ জনের। কেরলে আক্রান্ত ২৫ লক্ষ ২৬ হাজার ৫৭৯ জন। মৃত্যু হয়েছে ৮,৮১৫ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১২,৩০০ জন। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লক্ষ ৪ হাজার ৪৩১ জন আর মৃত্যু হয়েছে ২৯,০৯০ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৬,৬০৪ জন। তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৯৬ হাজার ৫১৬ জন আর মৃত্যু হয়েছে ২৪,২৩২ জনের।
উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ১৬ লক্ষ ৯১ হাজার ৪৮৮ জন। মৃত্যু হয়েছে ২০,৪৯৭ জনের। অন্ধ্রপ্রদেশে সংক্রমিত হয়েছেন ১৬ লক্ষ ৯৩ হাজার ৮৫ জন। সেখানে মৃত্যু হয়েছে ১০,৯৩০ জনের। দিল্লিতে আক্রান্ত ১৪ লক্ষ ২৬ হাজার ২৪০ জন। মৃত্যু হয়েছে ২৪,২৩৭ জনের। দেশের মধ্যে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ, এখানে আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৭৬ হাজার ৩৭৭ জন, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৫৪১। ছত্তিশগড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯,৭১,৪৬৩ আর মৃত্যু হয়েছে ১৩,০৪৮ জনের।