এখনও পর্যন্ত দেশে মোট করোনা মুক্ত হয়েছেন ৪,৪১,৬০,৯৯৭ জন। সুস্থতার হার ৯৮.৭৯ শতাংশ। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭,৬০৫ জন। গুজরাতে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তারপরেই রয়েছে দক্ষিণ ভারতের দুই রাজ্য কেরল এবং তামিলনাড়ু।
বিষয়টি নিয়ে বুধবার বিকেলে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া, প্রধানমন্ত্রীর দফতরের প্রধান সচিব পিকে মিশ্র, মন্ত্রিসভার সচিব রাজীব গৌবা, নীতি আয়োগের সদস্য ভিকে পল-সহ গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন, আর মাত্র কয়েক ঘণ্টা! চলবে প্রবল ঝড়-বৃষ্টির দাপট, সতর্ক করছে হাওয়া অফিস
আরও পড়ুন, দেশজুড়ে বাড়ছে করোনা, পর্যালোচনা বৈঠকে বড় সিদ্ধান্ত উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর!
বৈঠকের পর প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, কোভিডের নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে সম্যক ধারণা রাখতে বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কোভিড সতর্কতা এবং বিধিগুলি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। সেই সঙ্গে কোভিডের ওষুধের যোগান সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে করোনা পরীক্ষা আরও করানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। শেষ ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা টেস্ট হয়েছে ৮৯,০৭৮টি।