TRENDING:

Coromandel Express Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নাকি স্বামী মারা গেছেন, এরপর নাটক যা যা দিকে এগোল, চোখ কপালে

Last Updated:

Coromandel Express Accident: অভিসন্ধি সাফল্য  তো পায়নি সেই মহিলা এখন দারুণ সমস্যায় পড়েছেন কারণ তাঁর স্বামীই কটক জেলার মানিয়াবান্ধা থানায় পুলিশ অভিযোগ দায়ের করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালাসোর: করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় তাঁর স্বামীর মৃত্যুকে ‘ভুয়া’ করার চেষ্টা করেন৷ সে কী কাণ্ড, সে কী কাণ্ড৷ বালাসোরের ট্রেন দুর্ঘটনার ক্ষত একেবারে দগদগে৷ সেখানে বহু মানুষের মৃত্যু হয়েছে৷ আহতও বহু৷  এই চরম বেদনাজনক ঘটনাকেও কেউ নিজের স্বার্থে ব্যবহার করতে পারেন তা ভাবলেও অবাক হতে হয়৷
 পুলিশ তাকে সতর্ক করে ছেড়ে দেয়
পুলিশ তাকে সতর্ক করে ছেড়ে দেয়
advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, কটক জেলার মানিয়াবান্দার গীতাঞ্জলি দত্ত দাবি করেছিলেন যে তাঁর স্বামী বিজয় দত্ত ২ জুন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এবং এমনকি একটি মৃতদেহও তাঁর স্বামীর বলে শনাক্ত করেছিলেন।

আরও দেখুন

তবে নথিপত্র যাচাই-বাছাইয়ের পর দেখা যায় তার দাবি মিথ্যা। পুলিশ তাকে সতর্ক করে ছেড়ে দেয়।

advertisement

অভিসন্ধি সাফল্য  তো পায়নি সেই মহিলা এখন দারুণ সমস্যায় পড়েছেন কারণ তাঁর স্বামীই কটক জেলার মানিয়াবান্ধা থানায় পুলিশ অভিযোগ দায়ের করেছেন। এই কাণ্ডের পরে গ্রেফতার হয়ে যাওয়ার ভয়ে মহিলা আত্মগোপন করেছেন৷

আরও পড়ুন-  IMD Weather Alert|| প্রবল ঝড় বৃষ্টিতে ভাসবে এই তিন জেলা , Alert ঘিরে জোর চাঞ্চল্য, রইল ওয়েদার আপডেট

advertisement

রাজ্য সরকার এবং ভারতীয় রেলওয়ে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য ঘোষিত আর্থিক ক্ষতিপূরণের জন্য মহিলাটি তাঁর স্বামীর মৃত্যুর খবর ফেক করেছেন৷

পুলিশ জানিয়েছে, দম্পতি গত ১৩ বছর ধরে আলাদাভাবে বসবাস করছেন। বিজয় গীতাঞ্জলির বিরুদ্ধে জনগণের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা এবং তাঁরই মৃত্যু ফেক করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

advertisement

মানিয়াবান্দা থানার ইনচার্জ বসন্ত কুমার সতপতি বলেছেন যে ঘটনাটি ঘটেছে বলে পুলিশ গীতাঞ্জলির স্বামীকে বালাসোর জেলার বাহানাগা থানায় অভিযোগ দায়ের করতে বলেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

ইতিমধ্যে মুখ্য সচিব পি কে জেনা রেলওয়ে এবং ওড়িশা পুলিশকে জাল দাবি করা লোকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন।

বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel Express Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নাকি স্বামী মারা গেছেন, এরপর নাটক যা যা দিকে এগোল, চোখ কপালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল