TRENDING:

কংগ্রেসের লোকতন্ত্র বাঁচাও পদযাত্রা

Last Updated:

শুক্রবার সকাল ৯টায় শুরু হয় কংগ্রেসের লোকতন্ত্র বাঁচাও পদযাত্রা ৷ যন্তরমন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত পদযাত্রা ৷ পদযাত্রায় উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি, অশোক গেহলট, সচিন পাইলট ৷ পাশাপাশি গুরুদাস কামত, সিপি জোশী, লালচন্দ কাটারিয়া, গোপাল সিং শেখাবত, ভবরলাল মেঘবাল সহ অন্যান্যরা ৷ কংগ্রেসের ‘লোকতন্ত্র বাঁচাও’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মনমোহন সিং, মল্লিকার্জুন খাড়গেরা ৷ এদিন মন্তব্য রাখার সময় মোদিকে কটাক্ষ করে রাহুল গান্ধি বলেন, ‘মোদিজির অচ্ছে দিন আর নেই ৷ প্রতিদিনই প্রায় ৫০ জন কৃষক মারা যাচ্ছেন ৷ না খেয়ে পেয়ে আত্মহত্যা করছেন কৃষকরা ৷ আর মোদিজি বলছেন অচ্ছে দিনের কথা ৷’ মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাদের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শুক্রবার সকাল ৯টায় শুরু হয় কংগ্রেসের লোকতন্ত্র বাঁচাও পদযাত্রা ৷ যন্তরমন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত পদযাত্রা ৷ পদযাত্রায় উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি, অশোক গেহলট, সচিন পাইলট ৷ পাশাপাশি গুরুদাস কামত, সিপি জোশী, লালচন্দ কাটারিয়া, গোপাল সিং শেখাবত, ভবরলাল মেঘবাল সহ অন্যান্যরা ৷ কংগ্রেসের ‘লোকতন্ত্র বাঁচাও’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মনমোহন সিং, মল্লিকার্জুন খাড়গেরা ৷ এদিন মন্তব্য রাখার সময় মোদিকে কটাক্ষ করে রাহুল গান্ধি বলেন, ‘মোদিজির অচ্ছে দিন আর নেই ৷ প্রতিদিনই প্রায় ৫০ জন কৃষক মারা যাচ্ছেন ৷ না খেয়ে পেয়ে আত্মহত্যা করছেন কৃষকরা ৷ আর মোদিজি বলছেন অচ্ছে দিনের কথা ৷’ মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাদের ৷
advertisement

অন্যদিকে, বিজেপি ও আরএসএস-কে তোপ রাহুলের ৷ তিনি বলেন, ‘দু’জনের কথা মতো দেশ চলছে ৷ একজন মোদি অন্যজন মোহন ভাগবত ৷ গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা করছেন মোদি ৷ ’ যন্তর মন্তরে বক্তব্য রাখার সময় সোনিয়া গান্ধি জানান, ‘গণতন্ত্র নষ্টের চেষ্টা চালাচ্ছে বিজেপি ৷ কিন্তু বিজেপির স্বপ্ন পূরণ হতে দেবে না কংগ্রেস ৷ ’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কংগ্রেসের লোকতন্ত্র বাঁচাও পদযাত্রা