TRENDING:

১৯৪৫ সালেই নেতাজির মৃত্যু? রাহুলের ট্যুইটে বিতর্ক

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ট্যুইটে মোক্ষম ভুল করে বিতর্কের সৃষ্টি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ ট্যুইটে নেতাজির মৃত্যুদিন উল্ল্যেখ করা হয়েছে৷ লেখা হয়েছে, নেতাজির মৃত্যুদিন ১৮ অগাস্ট, ১৯৪৫৷ নেতাজির জন্মদিনে শ্রদ্ধা জানাতে সকালেই এই ট্যুইটটি করে কংগ্রেস৷ যদিও রাহুলের ট্যুইটকে সমর্থন করেছেন নেতাজির পরিবার৷
advertisement

কংগ্রেসের সেই ট্যুইট রি-ট্যুইট করেন রাহুল৷ নেতাজির অন্তর্ধান ঘিরে এখনও যেখানে নানা তদন্ত চলছে, সেখানে কংগ্রেস ও তার সভাপতি কী ভাবে ১৯৪৫ সালের ১৮ অগাস্ট নেতাজির মৃত্যু মেনে নিল, তা নিয়েই উঠছে প্রশ্ন৷ অনেকেই কংগ্রেস ও দলের সভাপতির ট্যুইটে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

১৯৪৫ সালে ১৮ অগাস্ট তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। কেন্দ্রও সেই দাবিতেই আনুষ্ঠানিক ভাবে শিলমোহর দিয়ে দিয়েছে৷ কিন্তু রাহুল ও কংগ্রেস কেন্দ্রের দাবির বিরোধিতা করেছে এত দিন৷ কিন্তু বুধবার নেতাজির জন্মদিনে কংগ্রেসের ট্যুইট অন্য দাবি করছে৷ তা হলে কংগ্রেসও অফিসিয়ালি মেনে নিল, নেতাজির মৃত্যু ১৯৪৫ সালের ১৮ অগাস্ট বিমান দুর্ঘটনাতেই হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
১৯৪৫ সালেই নেতাজির মৃত্যু? রাহুলের ট্যুইটে বিতর্ক