TRENDING:

Ahmedabad School Bag Searching: আহমেদাবাদের স্কুলে ছাত্র খুন, আচমকা পড়ুয়াদের ব্যাগে তল্লাশি!কন্ডোম ছাড়াও আর কী কী মিলল?

Last Updated:

আহমেদাবাদের সেভেন্থ অ্যাডভেন্টিস্ট নামে একটি স্কুলে এক ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে৷ তার পরেই সতর্কতা অবলম্বন করে শহরের অন্যান্য স্কুলগুলি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদের একটি স্কুলে কুপিয়ে খুন করা হয়েছিল এক ছাত্রকে৷ আর সেই ঘটনার পর আহমেদাবাদ শহরের স্কুলে স্কুলে আচমকা পড়ুয়াদের ব্যাগ পরীক্ষা করতে গিয়ে চোখ কপালে স্কুল কর্তৃপক্ষের৷ পড়ুয়াদের ব্যাগের ভিতর থেকে বই, খাতা, টিফিন বাদেও যা যা মিলল, তাতে হতবাক শিক্ষক-শিক্ষিকারা৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

দ্য টাইমস অফ ইন্ডিয়া-য় প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, স্কুল পড়ুয়াদের ব্যাগ থেকে যা যা পাওয়া গিয়েছে তাতে রীতিমতো উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ৷ একটি স্কুলের প্রিন্সিপাল বলেন, পড়ুয়াদের ব্যাগ থেকে যা যা পাওয়া গিয়েছে তা একদিকে যেমন বিস্ময়কর, তেমনই চিন্তার৷ এর থেকেই বোঝা ক্লাসে পড়াশোনার গণ্ডি পেরিয়ে পড়ুয়াদের জীবনে কত কিছু ঘটছে৷ বই, খাতা, মোবাইল বাদেও পড়ুয়াদের ব্যাগ থেকে ট্যাবলেট, লাইটার, সিগারেট, ইলেক্ট্রনিক লাইটার, এমন কি জলে মেশোনো মদেরও সন্ধান মিলেছে৷

advertisement

অন্য একটি স্কুলের প্রিন্সিপাল বলেন, আমরা স্কুল পড়ুয়াদের ব্যাগ থেকে হোয়াইটনার, লিপস্টিক, কাজল, ডিওড্র্যান্ট, কন্ডোম, গর্ভনিরোধক ওষুধ এবং অতিরিক্ত পোশাক, জুতোও পেয়েছি৷

আহমেদাবাদের সেভেন্থ অ্যাডভেন্টিস্ট নামে একটি স্কুলে এক ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে৷ তার পরেই সতর্কতা অবলম্বন করে শহরের অন্যান্য স্কুলগুলি৷ তার জেরেই পড়ুয়াদের ব্যাগে আচমকা তল্লাশি শুরু হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পড়ুয়াদের ব্যাগ থেকে রোম্যান্টিক এবং পর্নোগ্রাফিক উপন্যাস, গল্পের বই, দামি গয়না এবং মোটা টাকা নগদও মিলেছে৷ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের জিনিসপত্র পাওয়ার পরই পড়ুয়াদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়৷ তাঁদের মধ্যে অনেক অভিভাবকই স্বীকার করেছেন, সন্তানরা তাঁদের নিষেধ কানে তোলে না৷ আবার কয়েক জন অভিভাবক ছেলেমেয়েদের ব্যাগে প্রাপ্তবয়স্কদের বই বা উপন্যাস পাওয়ার ঘটনায় অবাক হননি৷ বিষয়টিকে সন্তানদের বেড়ে ওঠার অংশ হিসেবেই দেখছেন তাঁরা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Ahmedabad School Bag Searching: আহমেদাবাদের স্কুলে ছাত্র খুন, আচমকা পড়ুয়াদের ব্যাগে তল্লাশি!কন্ডোম ছাড়াও আর কী কী মিলল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল