ব্যবহারকারীর অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য ফাঁসের ভয়াবহ অভিযোগ উঠেছিল দেশের প্রধানমন্ত্রীর অ্যাপের বিরুদ্ধে ৷ তাই সেই ইস্যু নিয়েই প্রতিবাদ জানাতে ময়দানে নামলেন কংগ্রেস নেতা শশী থারুর এবং সঞ্জয় ঝা ৷ এছাড়াও অন্যান্য কংগ্রেস নেতারাও প্রতিবাদ জানালেন ৷ নমো অ্যাপে নিরাপত্তার ত্রুটি দেখিয়ে এই প্রতিবাদ জানালেন তারা ৷
নরেন্দ্র মোদি অ্যাপ ৷ এতেই ফাঁদ পেতেছে আমেরিকান সংস্থা ক্লেভার ট্যাপ ৷ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে এমনটাই তথ্য উঠে এসেছে ৷ নরেন্দ্র মোদি অফিসিয়াল অ্যাপটিতে কোনও ব্যক্তি প্রোফাইল তৈরি করলেই তাঁর সমস্ত ব্যক্তিগত তথ্য ক্লেভা ট্যাপ সংস্থার নাগালে চলে আসে ৷ পাশাপাশি ফোনের অপারেটিং সিস্টেমসহ যাবতীয় তথ্য ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ওই সংস্থার কর্মকর্তাদের কাছে পৌঁছে যায় ৷ এরপরেই কংগ্রেস নেতারা #DeleteNaMoApp- দাবিতে সরব হয় ৷
২০১৯ লোকসভা নির্বাচন যাতে কোনওভাবেই প্রভাবিত না হয় সেই কারণেই বিজেপি এবং কংগ্রেস দুই যুযুধান রাজনৈতিক দলই তৎপর ৷