TRENDING:

জন্মের হারে দুঃশ্চিন্তা! পরিযায়ীদের কন্ডোম ও পিল দিচ্ছে এই রাজ্যের সরকার

Last Updated:

জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে কোয়ারেন্টাইন সেন্টার থেকে যাঁরা বেরচ্ছেন, তাঁদের কন্ডোম ও গর্ভনিরোধক ট্যাবলেট দিচ্ছে বিহার সরকার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইনের মেয়াদ ফুরোচ্ছে৷ ধীরে ধীরে সরকারি কোয়ারেন্টাইন সেন্টার থেকে তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে৷ কিন্তু বিহার অন্য আরেকটি সমস্যায় জর্জরিত, তা হল জনসংখ্যা বৃদ্ধির হার মাত্রাতিরিক্ত৷ দেশের সবচেয়ে বেশি ফার্টিলিটি রেট বিহারে৷ তার উপর ভিনরাজ্যে কাজ করা প্রচুর পরিযায়ী শ্রমিক ফিরেছেন৷ এই পরিস্থিতিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে কোয়ারেন্টাইন সেন্টার থেকে যাঁরা বেরচ্ছেন, তাঁদের কন্ডোম ও গর্ভনিরোধক ট্যাবলেট দিচ্ছে বিহার সরকার৷
advertisement

পরিযায়ী শ্রমিক

ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভে ২০১৬-র ডেটা অনুযায়ী, বিহারে জন্মের হার দেশের মধ্যে সবচেয়ে বেশি৷ ৩.৪ সন্তান প্রতি মহিলা পিছু গড়ে৷ ৯ মাসে জন্মের হার ব্যাপক ভাবে বেড়েছে৷ গত বছর নভেম্বর থেকে এ বছর মার্চের মধ্যে সন্তান প্রসব বেড়েছে কয়েক গুণ৷ কারণ, ওই সময়ে উত্‍সবের মরশুম৷ পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরেন৷

advertisement

বিহারের রাজ্য হেল্থ সোসাইটির এগজিকিউটিভ ডিরেক্টর মনোজ কুমারের কথায়, 'আমরা কন্ডোম ও গর্ভনিরোধক ওষুধ দিচ্ছি৷ কারণ, আমরা দেখেছি, নভেম্বর থেকে মার্চের মধ্যে যখন পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরেন দীপাবলি, ছট, হোলি ইত্যাদির জন্য, তখন জন্মের হার একলাফে অনেকটা বেড়ে গিয়েছিল৷ তাই রাজ্য সরকারের উচ্চপর্যায়ের কমিটিতেই কন্ডোম ও গর্ভনিরোধক পিল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

লকডাউনেক জেরে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বিহার সহ নানা রাজ্যে নিজের বাড়ি ফিরেছেন৷ বিহারে সংখ্যাটা সবচেয়ে বেশি৷ সরকারি পরিসংখ্যান বলছে, প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক স্পেশাল ট্রেনে বিহারে ফিরেছেন৷

বাংলা খবর/ খবর/দেশ/
জন্মের হারে দুঃশ্চিন্তা! পরিযায়ীদের কন্ডোম ও পিল দিচ্ছে এই রাজ্যের সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল